IND vs ENG Live: তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৭/১, ভারতের ম্য়াচ জিততে চাই ৯ উইকেট
IND vs ENG, 2nd Test Live: ইংল্যান্ডের ২ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি দলের হয়ে শুরুটা খুবই ভালভাবে করেন। মাত্র ৮.৩ ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ফেলে ইংল্যান্ড।
ABP Ananda Last Updated: 04 Feb 2024 04:51 PM
প্রেক্ষাপট
প্রথম দিনের শেষে যশস্বীর (Yashasvi Jaiswal) অনবদ্য শতরানে ভর করে ৬ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান তুলেছিল ভারত (IND vs ENG 2nd Test)। ম্যাচের দ্বিতীয় দিনের শেষেও ভারতীয় দলের দাপট অব্যাহত।...More
প্রথম দিনের শেষে যশস্বীর (Yashasvi Jaiswal) অনবদ্য শতরানে ভর করে ৬ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান তুলেছিল ভারত (IND vs ENG 2nd Test)। ম্যাচের দ্বিতীয় দিনের শেষেও ভারতীয় দলের দাপট অব্যাহত। আপাতত ইংল্যান্ডের থেকে ১৭১ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের এই সুবিশাল লিডের সৌজন্যে মূলত ২ জন। ব্যাট হাতে এদিন নিজের কেরিয়ারের প্রথম টেস্ট ডবল সেঞ্চুরি হাঁকান যশস্বী। অপরদিকে বল হাতে বুমরার (Jasprit Bumrah) ৬ উইকেটের সৌজন্যে ইংল্যান্ডে ব্যাটিংয়ে ধ্বস নামে।দিনের শুরুতে যশস্বী এবং অশ্বিন ভারতের হয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে ১০১তম ওভারে অশ্বিনকে আউট করে এই পার্টনারশিপ ভাঙেন অ্যান্ডারসন। তবে তরুণ যশস্বী নিজের দুরন্ত ইনিংস চালিয়ে যান। ২৯০ বলে ২০৯ রানের অনবদ্য ইনিংসটি আসে ২২ বছর বয়সী ওপেনারের ব্যাট থেকে। তাঁকে সাজঘরে ফেরান অ্যান্ডারসন। ভারতীয় দল ৪০০ রানের গণ্ডি পার করার আগেই অল আউট হয়ে যায়। অ্যান্ডারসনের পাশাপাশি শোয়েব বশির ও রেহান আমেদ ৩টি করে উইকেট নিয়ে ভারতকে ৩৯৬ রানে অলআউট করে দেন।ইংল্যান্ডের ২ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি দলের হয়ে শুরুটা খুবই ভালভাবে করেন। মাত্র ৮.৩ ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ফেলে ইংল্যান্ড। অবশেষে কুলদীপ যাদব ডাকেটকে ১৭ রানে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। সঙ্গীকে হারিয়েও ক্রলি কিন্তু নিজের আগ্রাসী মেজাজেই ব্যাটিং করতে থাকেন। মাত্র ৫২ বলে নিজের অর্ধ শতরান পূরণ করেন তিনি। গত ম্যাচের শতরানকারী অলি পোপ ও ক্রলি দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন। ছন্দে দেখানো ক্রলি অক্ষর পটেলের বলে ৭৬ রানে আউট হন।এরপর বুমরা জো রুট এবং পোপ উভয়কেই স্বল্প রানের ব্যবধানে ফিরিয়ে ভারতে জোড়া সাফল্য এনে দেন। ১৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। স্টোকস এবং বেয়ারস্টো দ্বিতীয় সেশনে যাতে আর কোনও উইকেট না পড়ে তা সুনিশ্চিত করেন। তৃতীয় সেশনের শুরুতেই বেয়ারস্টোকে ২৫ রানে ফিরিয়ে বুমরা ফের একবার ভারতকে সাফল্য এনে দেয়। এরপর কুলদীপ যাদব বেন ফোকসকে ৬ রানে বোল্ড করেন। চাপের মুখে স্টোকস এবং হার্টলি ৪৭ রানের পার্টনারশিপ গড়েন। ইংল্যান্ড অধিনায়ক স্টোকসের ব্যাট থেকে আসে ৪৭ রানের ইনিংস। শেষমেশ ২৩৯ রানে শেষ হয় তাঁদের ব্যাটিং। ৬ উইকেট পান বুমরা। এই ৬ উইকেটের সুবাদেই টেস্টে ১৫০ উইকেটের গণ্ডি পার করে ফেললেন ভারতের তারকা ফাস্ট বোলার। বল হাতে বুমরার ৬ এবং কুলদীপের ৩ উইকেটে ভর করে ইংল্যান্ডকে ২৫৩ রানে বেঁধে রাখে ভারত। দিন শেষে ভারত বিনা উইকেটে ২৮ রান যোগ করেছে। আপাতত রোহিত ১৩ এবং যশস্বী ১৫ রানে ক্রিজ়ে উপস্থিত রয়েছেন। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৮। প্রথম ইনিংসের মতো যশস্বী ফের একবার ব্যাট হাতে জ্বলে ওঠেন না মিডল অর্ডার ব্যাটাররা টিম ইন্ডিয়ার হয়ে দাপট দেখান, সেই দিকেই সকলের নজর থাকবে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
IND vs ENG Live: তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৭/১
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৬৭/১। ক্রিজে আছেন জ্যাক ক্রলি (২৯) ও রেহান আহমেদ (৯)।