IND vs ENG 2nd Test LIVE Cricket Score Updates: চেন্নাইয়ে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩০০/৬

সকালে টসে জিতে ভালো পিচ হওয়ায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর খাড়া করাই লক্ষ্য ভারতের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Feb 2021 10:05 AM

প্রেক্ষাপট

চেন্নাই: প্রথম টেস্টে লজ্জাজনক ২২৭ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয়েছে বিরাট বাহিনীকে। আজ থেকে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। চিপকের মাঠেই ভারত ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা নিয়ে...More

ভারত ৩০০/৬, ক্রিজে ঋষভ-অক্ষর

রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানের ইনিংসে ভর করে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত তুলল ৬ উইকেটে ৩০০ রান। দিনের শেষে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (৩৩ ব্যাটিং) ও অক্ষর পটেল (৫ ব্যাটিং)।