IND vs ENG 2nd Test LIVE Cricket Score Updates: চেন্নাইয়ে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩০০/৬

সকালে টসে জিতে ভালো পিচ হওয়ায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর খাড়া করাই লক্ষ্য ভারতের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Feb 2021 10:05 AM
ভারত ৩০০/৬, ক্রিজে ঋষভ-অক্ষর

রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানের ইনিংসে ভর করে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত তুলল ৬ উইকেটে ৩০০ রান। দিনের শেষে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (৩৩ ব্যাটিং) ও অক্ষর পটেল (৫ ব্যাটিং)।

৬ উইকেট হারিয়ে তিনশো রান তুলে ফেলল ভারত, ক্রিজে অক্ষর পটেল

৬ উইকেট হারিয়ে তিনশো রান তুলে ফেলল ভারত। ক্রিজে অক্ষর পটেল

৬৭ রানে আউট রাহানে, ক্রিজে পন্থ-অশ্বিন

৬৭ রান করে মইন আলির বলে ফিরলেন অজিঙ্ক রাহানে। ভারতের স্কোর ২৭১/৫।

১৬১ রান করে ফিরলেন রোহিত

জ্যাক লিচের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোহিত শর্মা। ব্যক্তিগত ১৬১ রানের মাথায়। ভারতের স্কতোর ২৪৮/৪।

রোহিতের ১৫০ রান, বড় রানের পথে ভারত

হিটম্যানের দেড়শো রান। ইনিংসের ৬৭.৪ ওভারে সিঙ্গল নিয়ে ১৫০ রান পূর্ণ করলেন রোহিত।


৭১ ওভারের শেষে ভারতের রান ৩ উইকেটে ২৪০। রোহিত ২২৪ বলে ১৫৯, রাহানে ১৩৬ বলে ৬০ রান করে ক্রিজে রয়েছেন।

দেড়শোর দোরগোড়ায় রোহিত

ইংল্যান্ডের বোলারদের উপর দাপট জারি রোহিত শর্মার। ১৫০-র দোরগোড়ায় তিনি। আপাতত ১৪৯ রানে অপরাজিত তিনি।


৬৭ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২২৮। আজিঙ্কা রাহানে খেলছেন অপরাজিত ৫৮ রানে।

হাফসেঞ্চুরি রাহানের

জমাটি ইনিংস খেলে অর্ধশতরান সেরে ফেললেন আজিঙ্কা রাহানে।


১০৪ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে আপাতত অপরাজিত ৫০ রানে খেলছেন রাহানে। রোহিত খেলছেন অপরাজিত ১৩৬ রানে।


৬০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ২০৭।

দুশো পার ভারতের

রোহিত-রাহানের ব্যাট ভর করে ২০০ পার ভারতের।


৫৯ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ২০৫ রান।


রোহিত ও রাহানে ব্যাট করছেন যথাক্রমে ১৩৫ ও ৪৯ রানে।

চা বিরতি

চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৫৪ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান।


রোহিত ও রাহানে ক্রিজে রয়েছেন যথাক্রমে অপরাজিত ১৩২ ও ৩৬ রানে।


এই সেশনে মূল্যবান ৮৩ রান জুড়েছেন তারা। আর তার থেকেও গুরুত্বপূর্ণ ইংল্যান্ডকে কোনও উইকেট নিতে দেননি। সাজঘরের পথে ফেরার পথে তাই রোহিত-রাহানেকে করতালিতে স্বাগত জানায় কোচ রবি শাস্ত্রী সহ গোটা দল।

রোহিত-রাহানের সেঞ্চুরি পার্টনারশিপ

রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানে জুড়লেন সেঞ্চুরি পার্টনারশিপ। আপাতত তাদের পার্টনারশিপ অবিচ্ছেদ্য ১০১ রানের।


৫২ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৮৭।


রোহিত ও রাহানে ব্যাট করছেন যথাক্রমে ১৩১ ও ৩৫ রানে।

রোহিত-রাহানে জুটিতে এগোচ্ছে ভারত

৫০ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৮০।


রোহিত শর্মা খেলছেন অপরাজিত ১২৪ রানে, সঙ্গে অপরাজিত ৩৫ রানে খেলছেন আজিঙ্কা রাহানে।

১৫০ টপকালো ভারত

রোহিতের দুরন্ত শতরান ও রাহানের সঙ্গে তাঁর পার্টনারশিপে ১৫০-র গণ্ডি টপকালো ভারত।


৪৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৫২ রান।


রোহিত শর্মা খেলছেন অপরাজিত ১০৫ রানে, তাঁর সঙ্গে অপরাজিত ২৭ রান করে সঙ্গ দিচ্ছেন আজিঙ্কা রাহানে।


 

দুরন্ত শতরান রোহিতের

সুপারহিট হিটম্যান। দুর্দান্ত শতরান হাঁকালেন রোহিত শর্মা। মঈন আলির বলে সুইপ করে দুই রান নিতেই কেরিয়ারের সপ্তম টেস্ট শতরান সেরে ফেললেন রোহিত।


মাত্র ১৩০ বলে সেঞ্চুরি করার পথে ১৪টি বাউন্ডারি ও ২ টি ওবার বাউন্ডারি হাঁকিয়েছেন রোহিত।

৫০ রানের পার্টনারশিপ রোহিত-রাহানের

ভারতীয় ইনিংসকে থিতু করলেন রোহিত-রাহানে। তাদের পার্টনারশিপ টপকে গেল ৫০ রান।


আপাতত ৩৯ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৩।


শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে রোহিত। খেলছেন অপরাজিত ৯৭ রানে। রাহানে অপরাজিত ২৫ রানে।

ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন রোহিত-রাহানে

৩২ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১২০। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৮২*) ও আজিঙ্কা রাহানে (১৭*)।

রোহিত বাদে এখনও ফিকে ব্যাটিং

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে রোহিত শর্মার দুরন্ত ছন্দে ব্যাটিং ছাড়া হতাশ করলেন ভারতীয় ব্যাটসম্যানরা।


আপাতত ৭৮ বলে ১৩ টি বাউন্ডারি ও ১ টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮০ রানে ব্যাট করছেন হিটম্যান।

লাঞ্চ বিরতি

প্রথম দিনের প্রথম সেশন শেষ। লাঞ্চ বিরতি পর্যন্ত খেলা হওয়া ২৬ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৬।


আপাতত ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (৮০*) ও আজিঙ্কা রাহানে (৫*)।


 

১০০ ছুঁল ভারত

শতরানের গণ্ডিতে ভারতীয় দলের স্কোর। ২৫ ওভারের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১০০।


অপরাজিত ৭৫ রানে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা। তাঁর সঙ্গী আজিঙ্কা রাহানে। আপাতত তিনি দাঁড়িয়ে অপরাজিত ৪ রানে।

জোড়া ধাক্কা খেল ভারত

স্পিনজুটিতে ভারতকে জোড়া ধাক্কা দিল ইংল্যান্ড। প্রথমে চেতেশ্বর পূজারা (২১) জ্যাক লিচের বলে স্লিপে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে বসেন। যার কিছুক্ষণের মধ্যেই অধিনায়ক বিরাট খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন। তাঁকে ক্লিন বোল্ড করে দেন মঈন আলি।


২২ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৯০।

অর্ধশতরান রোহিত শর্মার

জ্যাক লিচকে বাউন্ডারির বাইরে ফেলে হাউসেঞ্চুরি সেরে ফেললেন রোহিত শর্মা।


৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে আপাতত মাত্র ৪৮ বলে ৫০ রানে ব্যাট করছেন রোহিত।


১৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬০ রান।

৫০ ছুঁল ভারত

৫০ ছুঁল ভারতের স্কোর। 


১৪ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫১।  রোহিত অপরাজিত ৪২, পূজারা খেলছেন অপরাজিত ৯ রানে।

রোহিতের বাউন্ডারি বর্ষণ

আরও দুটো বাউন্ডারি হাঁকালেন হিটম্যান। রোহিত শর্মা কার্যত খেলছেন ওডিআই-এর মেজাজে। আপাতত পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ২৯ রানে অপরাজিত রোহিত। চেতেশ্বর পূজারা অপরাজিত ৭ রানে।


১০ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৬ ।

চলতে শুরু হিটম্যানের ব্যাট

ছন্দে রোহিত শর্মা। ইতিমধ্যে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে খেলছেন তিনি। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারাও (৫)। 


৭ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২২ রান।

প্রেক্ষাপট

চেন্নাই: প্রথম টেস্টে লজ্জাজনক ২২৭ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয়েছে বিরাট বাহিনীকে। আজ থেকে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। চিপকের মাঠেই ভারত ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা নিয়ে মাঠে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্তও।


সকালে টসে জিতে ভালো পিচ হওয়ায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর খাড়া করাই লক্ষ্য ভারতের।


তবে দিনের শুরুতেই ধাক্কা খেতে হয়েছে ভারতকে। খেলার দ্বিতীয় ওভারেই ওলি স্টোনের বল বুঝতে না পেরে রানের খাতা খুলতে না পেরেই সাজঘরে ফেরেন শুবমান গিল (০)। জীবনের প্রথম টেস্টে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়ে সকালেই ব্রিটিশদের অ্যাডভান্টেজ এনে দেন স্টোন।


ইংল্যান্ড এই টেস্টের দলে চারটি বদল করে খেলতে নেমেছে। ভারতও তিনটি বদল এনেছে প্রথম একাদশে। কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল খেলছেন এই টেস্টে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.