হায়দরাবাদ: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হইচই ফেলে দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। আগ্রাসী ক্রিকেট খেলিয়ে। বেন স্টোকসদের যে ক্রিকেট ঘরানাকে বলা হচ্ছে বাজবল। ভারতের মাটিতেও কি সেই বাজবল তত্ত্ব আঁকড়েই মাঠে নামবে ইংল্যান্ড? প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের।
বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ড প্রথম টেস্ট। তার আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে কী পরিকল্পনা? রোহিতের সাফ জবাব, 'আমরা নিজেদের ক্রিকেট খেলতে চাই। প্রতিপক্ষ কীভাবে খেলছে তা নিয়ে কোনও আগ্রহ নেই। আমাদের ক্রিকেটে মনোনিবেশ করাই বেশি গুরুত্বপূর্ণ। দল হিসাবে আমাদের কী করা উচিত, তা নিয়েই ভাবছি। সেখান থেকে কীভাবে এগোতে হবে, তা নিয়েও ভাবছি।'
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে ভারত। প্রথম টেস্টে ভারতীয় দলের ভরাডুবি হলেও কেপ টাউনে ঘুরে দাঁড়িয়ে সিরিজ অমীমাংসিতভাবে শেষ করেছিল ভারত। কেপ টাউনে প্রোটিয়াদের বিধ্বস্ত করে জিতেছিল ভারত। সেই জয় কতটা আত্মবিশ্বাসী করে তুলেছে দলকে? রোহিত বলছেন, 'কেপ টাউনে জয়টা ভাল ছিল। কিন্তু এটা হায়দরাবাদ। সম্পূর্ণ আলাদা পরিবেশ-পরিস্থিতি। ড্রেসিংরুমের আবহ খুব ভাল। ম্যাচ জিতলে এটা হয়। কেপ টাউনের জয় আমাদের অনেকটা আত্মবিশ্বাসী করে তুলেছে। খুব অল্প সময়ে ম্যাচের ফয়সালা হয়েছিল আর আমরা শীর্ষে থেকে শেষ করতে পেরেছিলাম। ম্যাচ জেতার মতো কিছু হয় না। আমরা দেশের মাটিতে এই প্রথম পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলব। আমরা চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছি।'
ভয়ডরহীন ক্রিকেটের বার্তাও দিয়েছেন রোহিত। বলেছেন, 'গেমপ্ল্যান থাকতে হয় আর সেটা মাঠে নেমে প্রয়োগ করতে হয়। সেটা যাই হোক না কেন, শট খেলা হোক, স্যুইপ, রিভার্স স্যুইপ, কোনও দ্বিধা থাকা উচিত নয়। পরিষ্কার থাকা উচিত। তা নাহলেই সমস্যা। নিজের শক্তি বুঝতে হবে। আমরা এই ধরনের পরিবেশে খেলে বড় হয়েছি। রঞ্জি, দলীপ ট্রফি, অরানি ট্রফিতে আমরা সবাই খেলেছি। তবে টেস্ট ম্যাচ আলাদা। টেস্ট ম্যাচের চাপ নিতে হবে। ব্যক্তিবিশেষের খেলার ধরন আলাদা। তাদের সমর্থন করতে হবে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।''
আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে