এজবাস্টন: সোশ্যাল মিডিয়ায় চোখ রাখুন। দেখা যাবে, তাঁর নামের সঙ্গে লর্ড শার্দুল, বিফি এরকম নানা তকমা সেঁটে দেওয়া রয়েছে। কেন জাতীয় দলের পেসার শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) এরকম অদ্ভুত নামে ডাকা হয়?


বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে (Ind vs Eng) অর্ধসমাপ্ত টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচের আগে জানালেন শার্দুল নিজেই। বললেন, তাঁকে 'লর্ড', 'বিফি' নামে ডাকেন জাতীয় দলের সতীর্থরা। সেই সঙ্গে 'বুল' বলেও ডাকা হয় ডানহাতি মিডিয়াম পেসারকে।


ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে শার্দুল বলেন, 'রঞ্জি ট্রফি খেলার দিন থেকেই আমাকে বুল বলে ডাকা হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরম্য়ান্সের পর জাতীয় দলের সতীর্থদের কাছে লর্ড ও বিফি নামকরণ হয়েছিল।' হাসতে হাসতে শার্দুল যোগ করেন, 'তবে আমাকে যে নামেই ডাকা হোক না কেন, সমস্যা নেই। ওরা ভালবেসে নামগুলো দিয়েছে।'


 



ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর শুরু হওয়া সিরিজের চতুর্থ টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শার্দুল। ওভালে প্রথম ইনিংসে ৫৭ ও দ্বিতীয় ইনিংসে ৬০ রান করেন। সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত। ফয়সালা হবে শুক্রবার থেকে শুরু হওয়া পঞ্চম টেস্টে।


ইংল্যান্ডের মাটিতে খেলতে মুখিয়ে রয়েছেন শার্দুল। বলেছেন, 'ইংল্যান্ডে বল আড়াআড়ি নড়াচড়া করে। পিচে পড়েও মুভ করে। একটা সেশনে পরপর উইকেট তোলা যায়। আমাদের পেস বোলিং আক্রমণ দারুণ ছন্দে। মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, উমেশ যাদব, ইশান্ত শর্মা, যে যখন সুযোগ পেয়েছে, নিজের সেরাটা দিয়েছে।' যোগ করেছেন, 'দলের তৃতীয় বা চতুর্থ পেসার হিসাবে বল করা উপভোগ করি। আমার দায়িত্ব পালনের চেষ্টা করি।'


জাতীয় দলের বোলিং কোচের সঙ্গে নিজের রসায়ন নিয়েও কথা বলেছেন শার্দুল। 'পারস মামব্রের সঙ্গে সব সময় যে বোলিং নিয়ে কথা হয় তা নয়, এমনিও গল্প হয়। আমরা বোলিং ইউনিট হিসাবে সঠিক জায়গায় রয়েছি,' বলেছেন শার্দুল।


আরও পড়ুন: রোহিত করোনা আক্রান্ত, এর মধ্যেই পন্থরা কেন রেস্তোরাঁয়? উঠল প্রশ্ন