রাজকোট: প্রথম ৫০ বলে তিনি করেছিলেন ১৮ রান। পরের ৭২ বলে ৮২ রান। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ছন্দে থাকলে তিনি কী করতে পারেন, হাড়ে হাড়ে টের পেলেন ইংরেজ বোলাররা। রাজকোটে ১২২ বলে সেঞ্চুরি করলেন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা তরুণ। মার্ক উডকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করেই ব্যাট তুলে সেলিব্রেট শুরু করলেন। ডেভিড ওয়ার্নারের আদলে লাফিয়ে হেলমেট সহ হাত পাঞ্চ করলেন। তারপর হেলমেট খুলে রেখে দুহাত তুলে অভিবাদন গ্রহণ করলেন।


রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি বাঁহাতি ব্যাটারের টেস্টে তৃতীয় শতরান। এদিন তিনি বীরেন্দ্র সহবাগকে ছুঁয়ে ফেললেন। সহবাগ যখন টেস্টে তৃতীয় সেঞ্চুরি করেছিলেন, তিনিও নিয়েছিলেন ১৩ ইনিংস। যশস্বীও ১৩ ইনিংসেও তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন। সবচেয়ে চমকে ওঠার মতো তথ্য হচ্ছে, ব্যাটিং গড়ে বীরুকেও পিছনে ফেলেছেন যশস্বী। তৃতীয় টেস্ট সেঞ্চুরির সময় ১৩ ইনিংসে সহবাগের ব্যাটিং গড় যেখানে ছিল ৫৩.৩১, সেখানে ৬২.২৫ গড়ে রান করেছেন যশস্বী। স্ট্রাইক রেটে অবশ্য একটু এগিয়ে বীরু। যিনি বিধ্বংসী ব্যাট করার জন্য গোটা বিশ্বে সমাদৃত ছিলেন। ১৩ ইনিংসের পর বীরুর স্ট্রাইক রেট ছিল ৬৬.৬৩। ১৩তম ইনিংসে সেঞ্চুরি সম্পূর্ণ করা পর্যন্ত যশস্বীর স্ট্রাইক রেট ৬৫.৮৭।


যুগ্মভাবে সপ্তম ব্যাটার হিসাবে টেস্টে দ্রুততম তিন সেঞ্চুরি করলেন যশস্বী। অভিজাত যে তালিকায় রয়েছেন সহবাগ ও সঞ্জয় মঞ্জরেকর। চলতি সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল যশস্বীর।


 






প্রথম ইনিংসে রান পাননি যশস্বী। মার্ক উডের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১০ রান করে ফিরেছিলেন। দ্বিতীয় ইনিংসে যে আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নিলেন যশস্বী। যদিও সেঞ্চুরির পরই কোমরে ব্যথা অনুভব করেন যশস্বী। ফিজিও মাঠে গিয়ে তাঁর শুশ্রূষাও করেন। তবে লাভ হয়নি। ১৩৩ বলে ১০৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন যশস্বী।


আরও পড়ুন: দেশে নয়, বিদেশে ভূমিষ্ঠ হতে চলেছে বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান, চূড়ান্ত দিনক্ষণ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।