IND vs ENG: নেটে নেমেই স্বমহিমায় রোহিত, লেস্টারে চূড়ান্ত প্রস্তুতিতে টিম ইন্ডিয়া

Rohit Sharma: পরে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। আর যোগ দিয়েই নেটে নেমে পড়লেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের মাটিতে এই প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত। 

Continues below advertisement

লেস্টার: প্রোটিয়া সিরিজ অতীত। এবার সামনে টেস্ট সিরিজ। তাও আবার দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ডের (England) বিরুদ্ধে। আর সেই প্রস্তুতিতে এবার নেমে পড়লেন রোহিত শর্মা। ভারতীয় দল যখন ইংল্যান্ডে উড়ে এসেছিলেন তখন সেই দলের সঙ্গে আসেননি হিটম্যান। পরে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। আর যোগ দিয়েই নেটে নেমে পড়লেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের মাটিতে এই প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত। 

Continues below advertisement

ওপেনে রোহিত-গিল

ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র যে টেস্ট ম্য়াচটি খেলবে ভারতীয় দল, সেই ম্যাচে ওপেনে নামবেন রোহিত-গিল জুটি। এদিন অনুশীলনেও নেটে প্রথমে নামলেন ২ জন। বেশ কিছুক্ষণ ব্যাটিং করতে দেখা গেল রোহিতকে। আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে টেস্ট ম্যাচটি। 

 

উল্লেখ্য, গত বছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল। সেখানে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। তখন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। সিরিজে এগিয়ে থাকার পেছনে রোহিত-রাহুল ওপেনিং জুটির বিশাল অবদান ছিল। কিন্তু এবার রাহুল চোটের জন্য দলের বাইরে রয়েছে। তাই এবার গিল-রোহিত জুটির দিকেই তাকিয়ে থাকবে সবাই। 

আরও পড়ুন: অ্যান্ডারসন-ব্রডের সামনে অগ্নিপরীক্ষা, নেটে শুধু পেসারদের খেলছেন কোহলি

Continues below advertisement
Sponsored Links by Taboola