IND vs ENG 4th Test Live: ওভালে প্রথম দিনের শেষে ইংল্যান্ড ৫৩/৩, ভারতের লিড ১৩৮ রানের
IND vs ENG 4th Test Score Live: ওভালে এই টেস্টের আগে ভারতীয় দলে ডাক পেলেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
ওভালে ভারতের ১৯১ রান তাড়া করতে নেমে প্রথম দিনের শেষে ইংল্যান্ড ৫৩/৩। ক্রিজে দাভিদ মালান ও নৈশপ্রহরী ক্রেগ ওভার্টন। ভারতের লিড ১৩৮ রানের।
উমেশ যাদবের বড় সাফল্য। জো রুটের (২১) অফস্টাম্প ছিটকে দিলেন। ইংল্যান্ডের স্কোর ৫২/৩।
ভারতের ১৯১ রান তাড়া করতে নেমে ১৪ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৫২/২। ক্রিজে রুট ও মালান।
পরপর ২ উইকেটের পতন। এবার রুট ও মালানের দিকেই তাকিয়ে ইংল্য়ান্ড।
দ্বিতীয় উইকেটের পতন ইংল্য়ান্ডের। আবার শিকার বুমরার। এবার ফিরলেন হাসিব হামিদ।
ইংল্য়ান্ডের প্রথম উইকেটের পতন। বুমরার বলে বোল্ড হয়ে ফিরলেন বার্নস।
প্রথম ইনিংসে ভারত অল আউট ১৯১ রানে। শেষ উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফিরলেন উমেশ।
অর্ধশতরান করে ফিরলন শার্দুল। রান আউট বুমরা।
অর্ধশরান পূরণ শার্দুলের। রবিনসনকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূরণ শার্দুলের।
ঝোড়ো ইনিংস খেলছেন শার্দুল। দেড়শো পার ভারতের।
ভারতের সপ্তম উইকেটের পতন। ক্রিস ওকসের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন পন্থ।
চা পানের বিরতিতে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১২২। ক্রিজে পন্থ, শার্দুল।
খারাপ ফর্ম অব্যাহত। ওভার্টনের বলে ক্যাচ আউট রাহানে।
অর্ধশতরান করে আউট বিরাট কোহলি। রবিনসনের শিকার হলেন তিনি।
অর্ধশতরান বিরাটের। চলতি সিরিজে টানা দ্বিতীয় অর্ধশতরান ভারত অধিনায়কের।
ছন্দে বিরাট। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে এগােচ্ছেন অর্ধশতরানের দিকে।
ছয় নম্বরে ব্যাট করতে নেমেছেন অজিঙ্ক রাহানে। বিরাটের সঙ্গী তিনি এই মুহূর্তে ক্রিজে।
আউট রবীন্দ্র জাদেজা। ভারতের চতুর্থ উইকেটের পতন।
ক্রিজে থিতু হয়ে পার্টনারশিপ গড়ার চেষ্টা করছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা।
চতুর্থ টেস্টের প্রথম সেশনে এগিয়ে ইংল্যান্ড। প্যাভিলিয়নে ভারতের টপ অর্ডার।
লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৫৪/৩। ক্রিজে রয়েছেন বিরাট, জাদেজা।
ভারতের তৃতীয় উইকেটের পতন। মাত্র ৪ রান করে ফিরলেন পূজারা।
দ্বিতীয় উইকেটের পতন ভারতের। লেগবিফোর হয়ে ফিরলেন কে এল রাহুল।
প্রথম ইনিংসে ১৩ ওভার শেষে ভারতের স্কোর ২৮ রান। রোহিত শর্মার উইকেট হারিয়েছে ভারত।
ভারতের প্রথম উইকেটের পতন, ওকসের বলে আউট রোহিত। ফিরলেন ১১ রান করে।
প্রথম তিন টেস্টের মতো চতুর্থ টেস্টেও একাশে নেই অশ্বিন। শুরুতে ব্যাটিং ভারতের।
প্রেক্ষাপট
ওভাল: আজ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। ওভালে এই টেস্টের আগে ভারতীয় দলে ডাক পেলেন ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এক প্রেস বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, টিম ম্যানেজমেন্টের অনুরোধের ভিত্তিতে অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি চতুর্থ টেস্টের জন্য ভারতীয় স্কোয়াডে ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণকে যুক্ত করেছে।
প্রসিদ্ধ কৃষ্ণ ভারতীয় স্কোয়াডের স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন। সিরিজের শুরু থেকে ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন এবং অনুশীলন করছেন। ২ সেপ্টেম্বর থেকে লন্ডনের ওভালে আগামী টেস্ট শুরু হচ্ছে।কৃষ্ণর অন্তর্ভূক্তির ফলে ভারতীয় দলে ফাস্ট বোলারের সংখ্যা বেড়ে হচ্ছে সাত। ভারতীয় স্কোয়াডের পেস বিভাগে ইতিমধ্যেই রয়েছেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ। তাঁদের সঙ্গে এই তালিকায় যুক্ত হচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -