অ্যাডিলেড: গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আজ দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া (IND vs ENG)। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ফের একবার ফাইনালে ভারত-পাকিস্তান ফাইনাল দেখার প্রত্যাশায় রয়েছে আপামর জনগণ।


২০১৪ সালে ভারতীয় দল শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। ফের একবার বিশ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। রোহিত শর্মারা কি পারবেন জস বাটলারদের হারিয়ে মেলবোর্ন ক্রিকেট মাঠে রবিবারের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে? কোথায় দেখবেন ভারত-ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ?


ভারত বনাম ইংল্যান্ড


কোথায় ম্যাচ?


অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড, দক্ষিণ অস্ট্রেলিয়া


কখন খেলা?


ম্যাচ শুরু দুপুর ১.৩০টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ দুপুর ১টায়


কোথায় দেখা যাবে খেলা?


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও দেখা যাবে সরাসরি সম্প্রচার


রোহিত আপডেট


সেমিফাইনালে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। তার আগেই টিম ইন্ডিয়ার চিন্তা বাড়িয়েছিল অধিনায়ক রোহিত শর্মার চোট। মঙ্গলবার ভারতের অনুশীলনে চোট পান রোহিত (Rohit Sharma)। এই চোটের জেরে সেমিফাইনালে রোহিতের অংশগ্রহণ করা নিয়েও বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে ভারতীয় ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল যে, রোহিতের চোট গুরুতর নয়। বুধবার রোহিত নিজেই তাঁর খেলা নিয়ে যাবতীয় সংশয় মাঠের বাইরে ফেললেন। জানিয়ে দিলেন, চোট পেলেও এখন তিনি সুস্থ। ম্যাচে মাঠে নামতে আর কোনও সমস্যা নেই।


বাটলারের হুঁশিয়ারি


ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জস বাটলার বলেন, ''আমরা কোনওভাবেই চাই না ফাইনালে ভারত বনাম পাকিস্তান হোক। আমরা ভারতীয় ক্রিকেট দলের আনন্দ মাটি করে দিতে চাই। যদিও তারা অবশ্যই দুর্দান্ত একটা দল।'' বাটলার আরও বলেন, ''আমরা টুর্নামেন্টের শুরুতে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে এসেছি। এবার আমরা সামনের দিকে তাকাতে চাই। কাল মাঠে নামার জন্য মুখিয়ে আছে দলের প্রত্যেকেই। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। কিন্তু আমরাও লড়াই করতে প্রস্তুত।''


আরও পড়ুন: ফাইনালে ভারত-পাক মহারণ চাইছেন বাবরদের মেন্টর ম্যাথু হেডেনও