হায়দরাবাদ: দেশের মাটিতে প্রায় অপ্রতিরোধ্য ভারত। দেশে যারা টানা ১৬ টেস্ট সিরিজ জিতেছে। অন্যদিকে ইংল্যান্ড। যাদের কাছে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ভারত (Team India)। ১২ বছর আগে। এবার কি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফেভারিট ভারত?
রোহিত শর্মা (Rohit Sharma) তা মনে করেন না। বরং ইংল্যান্ডকে হারাতে যে ভাল ক্রিকেট খেলতে হবে, মনে করিয়ে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। রোহিত বলেছেন, 'দিনের শেষে আমরা হেরেও যেতে পারি। খেলায় হার-জিত রয়েছে। অতীত রেকর্ড দেখে আমরা সিরিজ জিতব এরকম বলা যায় না। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। ইংল্যান্ড দারুণ দল। আমাদের দেশে শেষ দল হিসাবে সিরিজ জিতেছিল ইংল্যান্ডই। দুই দলেই অনেক বদল হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। আমাদের হারানো যায় না, এরকম বলব না। ভাল খেলতে না পারলে সমস্যায় পড়ব জানি। একটা সেশনে যা করণীয়, করতে হবে।'
মাঠে নামার আগে মানসিক প্রস্তুতি কীরকম থাকে? রোহিত বলেছেন, 'গেমপ্ল্যান থাকতে হয় আর সেটা মাঠে নেমে প্রয়োগ করতে হয়। সেটা যাই হোক না কেন, শট খেলা হোক, স্যুইপ, রিভার্স স্যুইপ, কোনও দ্বিধা থাকা উচিত নয়। পরিষ্কার থাকা উচিত। তা না হলেই সমস্যা। নিজের শক্তি বুঝতে হবে। আমরা এই ধরনের পরিবেশে খেলে বড় হয়েছি। রঞ্জি, দলীপ ট্রফি, ইরানি ট্রফিতে আমরা সবাই খেলেছি। তবে টেস্ট ম্যাচ আলাদা। টেস্ট ম্যাচের চাপ নিতে হবে। ব্যক্তিবিশেষের খেলার ধরন আলাদা। তাদের সমর্থন করতে হবে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।'
টেস্ট ক্রিকেটে মাইলফলকের সামনে দাঁড়িয়ে অশ্বিন। অন্যদিকে ঘরের মাঠে নামছেন মহম্মদ সিরাজ। হায়দরাবাদের গলি ক্রিকেট থেকে দলের অন্যতম সেরা পেস অস্ত্র হয়ে উঠেছেন যিনি। রোহিতের কথায়, 'ওরা আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। গত ২-৩ বছরে সিরাজ আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সব রকম পরিবেশ-পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করেছে। নিজের খেলাকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে।' যোগ করেছেন, 'অশ্বিনের কী মান, দক্ষতা, সেটা সকলেই জানি। যখনই ও মাঠে নামে, সকলে ওর খেলা দেখে প্রভাবিত হয়। ওর ঘরানা আমাদের মুগ্ধ করে। যখনই সুযোগ পায়, দলকে এগিয়ে নিয়ে যায়। বছরের পর বছর ধরে ও এটা করেছে। আশা করছি এই সিরিজেও এটা করবে।'
টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা কি কমছে? রোহিত বলেছেন, 'আমি যখন অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলতাম, তখন থেকেই প্রচুর টেস্ট দেখতাম। ২০-২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট দেখছি। পরিবর্তন হয়েছে। অন্যান্য ফর্ম্যাটও এসেছে। তবে টেস্ট ক্রিকেটকে আগ্রহজনক করে তোলা আমাদের কর্তব্য। কারণ আসল পরীক্ষা হয় টেস্ট ক্রিকেটে। আমি প্রশাসনে নেই। তাই জানি না কী করতে পারব। তবে তরুণ প্রজন্মকে জানতে হবে টেস্ট ক্রিকেটের গুরুত্ব কী।'
আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে