মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট খেলতে যাবে ভারতীয় দল। দলের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাট কোহলি (Virat Kohli) দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ার পর রোহিতই যে নেতৃত্বভার সামলাতে চলেছেন, তা একপ্রকার নিশ্চিত ছিল। বিদেশের মাটিতে প্রথম বার ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিতে চলেছেন রোহিত। অন্যদিকে টেস্ট দলে ফিরে এলেন অভিজ্ঞ চেতেশ্বর পূজারা। কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফের টেস্ট দলে ফিরে এলেন এই ডানহাতি ব্যাটার। সাসেক্সের হয়ে কাউন্টিতে দু’টি দ্বিশতরান এবং দু’টি শতরান করেন। চার ম্যাচে সাতশোরও বেশি রান করেছিলেন মোট। তারই ফল পেলেন পূজারা। তবে অজিঙ্ক রাহানে ডাক পাননি দলে। যদিও তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে। যার জন্য আইপিএলে কলকাতার শেষ লিগ ম্যাচে খেলতে পারেননি জিঙ্কস। যদিও আইপিএলে ৭ ম্যাচ খেলার সুযোগ পেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। মাত্র ১৩৩ রান করেছিলেন তিনি। 


 






টেস্ট দলেও নতুন মুখ 


ইংল্যান্ডের মাটিতে যে টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই দলেও নতুন মুখ রয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণ ঢুকে পড়েছেন জাতীয় দলে। পেস বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা রয়েছে। রয়েছেন অভিজ্ঞ উমেশ যাদব। এছাড়া বাংলার অভিজ্ঞ তারকা পেসার মহম্মদ শামি তো রয়েইছেন। মহম্মদ সিরাজও রয়েছেন। স্পিন বোলিং বিভাগে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন। অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুরও। 


বাদ পড়লেন ঋদ্ধিমান


ভারতীয় দলে কি তাহলে ঋদ্ধিমান সাহার জন্য দরজা একেবারে বন্ধ হয়ে গেল? টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন না বাংলার তারকা উইকেট কিপার ব্যাটার। ঋষভ পন্থ প্রথম পছন্দ হিসেবে যে দলে ঢুকে পড়বেন, তা নিশ্চিত ছিল। কিন্তু অনেকেই আশা করেছিলেন যে আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে দুর্দান্ত মরসুম কাটানোর পরে হয়ত জাতীয় দলে ফের ঢুকে পড়বেন পাপালি। কিন্তু তা হল না। বরঞ্চ কে এস ভরতকে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে।


 






 


তবে আইপিএলে কলকাতার হয়ে একেবারেই ছন্দে ছিলেন না রহাণে। সাত ম্য়াচে মাত্র ১৩৩ রান করেছেন। এক কোটি টাকা দিয়ে কেনা হলেও আস্থার দাম দিতে পারেননি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি সুযোগ পেলে অবাকই হতে হত।