IND Vs IRE, 1st T20 Live: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়ার্ল্যান্ডকে ২ রানে হারাল ভারত, টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলেন বুমরারা
IND Vs IRE 1st T20 Live Updates: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।
ডাবলিনে বৃষ্টিতে পুরো ম্যাচ শেষ করা গেল না। ম্যাচ যখন বন্ধ হয়, জেতার জন্য ৭৯ বলে ৯৩ রান প্রয়োজন ছিল ভারতের। বৃষ্টি না থামায় ডাকওয়ার্থ লুইস নিয়মে ২ রানে জয়ী ঘোষণা করা হল ভারতকে।
পরপর ২ বলে ফিরলেন যশস্বী জয়সওয়াল (২৪ রান) ও তিলক বর্মা (০)। দুজনই ক্রেগ ইয়ংয়ের শিকার। ৬.৫ ওভারে ভারতের স্কোর যখন ৪৭/২, বৃষ্টি নেমে খেলা বন্ধ হয়ে গেল।
পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোর ৪৫/০। ক্রিজে যশস্বী (২৪ ব্যাটিং) ও রুতুরাজ (১৮ ব্যাটিং)।
৩ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৬ রান। ক্রিজে যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াড়।
৩৩ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস কার্টিস ক্যাম্পহারের। ৩৩ বলে ৫১ রান ব্যারি ম্যাকার্থির। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর কেরিয়ারের সেরা ইনিংস। ২০ ওভারের শেষে আয়ার্ল্যান্ড তুলল ১৩৯/৭।
অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে ৩৯ বলে ৫৫ রানের ঝোড়ো পার্টনারশিপ ক্যাম্পহার ও ম্যাকার্থির। ১৭ ওভারের শেষে আয়ার্ল্যান্ড ১১৪/৬।
১৫ ওভারের শেষে আয়ার্ল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৮৬ রান। ২২ বলে ২৫ রান করে খেলছেন কার্টিস ক্যাম্পহার।
ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মার্ক অ্যাডের। কিন্তু ১৬ বলে ১৬ রান করে রবি বিষ্ণোইয়ের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি। ১০.৩ ওভারে আয়ার্ল্যান্ডের স্কোর ৫৯/৬।
হ্যারি টেক্টর ও জর্জ ডকরেলকে তুলে নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। পল স্টার্লিংকে ফেরালেন রবি বিষ্ণোই। ৭ ওভারের শেষে আয়ার্ল্যান্ডের স্কোর ৩৫/৫।
৩ ওভারের শেষে আয়ার্ল্যান্ডের স্কোর ১৩/২। নতুন বলে বোলিং করছেন যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিংহ।
চোট সারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন বুমরার। প্রথম ওভারেই নিলেন জোড়া উইকেট। দ্বিতীয় বলেই বোল্ড করে দিলেন অ্যান্ডি ব্যালবার্নিকে। পঞ্চম বলে উইকেটকিপারের হাতে উঁচু ক্যাচ দিয়ে ফিরলেন লরক্যান টাকার। ১ ওভারের শেষে আয়ার্ল্যান্ডের স্কোর ৪/২।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভারতীয় দল: যশপ্রীত বুমরা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, রিঙ্কু সিংহ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ ও রবি বিষ্ণোই।
প্রেক্ষাপট
ডাবলিন: অনেকগুলো কারণে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দলের আয়ার্ল্যান্ড সফর ভীষণ গুরুত্বপূর্ণ। রোহিত, বিরাটদের মত সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের কাছে নিজেদের মেলে ধরার সুযোগ থাকছে। সামনেই এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপের (World Cup 2023) আসর। তার আগে দলের রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নেওয়ার সুযোগ। তবে সবথেকে বেশি নজর থাকবে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) দিকে। চোট সারিয়ে দীর্ঘদিন পরেই জাতীয় দলে ফিরেছেন। আর প্রথম সফরেই একেবারে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। তবে আজ প্রথম টি-টোয়েন্টিতে তাঁর মানে নামা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু কেন?
আসলে নতুন করে কোনও চোট পাননি। ডাবলিনে দ্য ভিলেজে হওয়ার কথা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু এই ম্য়াচ বৃষ্টিতে পুরো ভেস্তে যেতে পারে। অন্তত আবহাওয়ার পূর্বাভাস এমনই বলছে। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে যে দিনে ৯২ শতাংশ ও রাতে ৯৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চোট সারিয়ে প্রায় ১১ মাস পরে ক্রিকেটে ফিরতে চলেছেন বুমরা। টি-টোয়েন্টিতে দেশের ১১ তম অধিনায়ক বুমরা।
পিঠের চোটের ফলে বুমরাকে অস্ত্রোপ্রচারও করাতে হয়েছে। এতদিন চোটের জেরে মাঠের বাইরে থাকার পর প্রত্যাবর্তন ঘটানোটা একেবারেই সহজ নয়। মাঠে ফেরার পর নিজের আগের ছন্দ কী ফিরে পেয়েছেন তিনি? আয়ারল্যান্ড সিরিজ়ে ভারতীয় অধিনায়কের দায়িত্বে থাকা বুমরাকে এই প্রশ্নই করেছিল এবিপি লাইভ। সেই প্রশ্নের জবাবে সাংবাদিক সম্মেলনে বুমরা বলেন, 'আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই রয়েছি। নিজের দক্ষতার ওপর সবসময়ই আমার বিশ্বাস ছিল। তবে হ্য়াঁ, এতদিন পরে মাঠে ফেরাটা যে সহজ নয়, সেই বিষয়ে আমি অবগত। শুরুতেই অতিরিক্ত আশা করাটা যে উচিত হবে না এবং ধীরে ধীরে নিজের সেরা ফর্মে, সেরা ছন্দে ফিরতে হবে সেটা জানি। খেলাটাকে উপভোগ করা, বেশি করে ম্যাচ খেলাটা জরুরি। এখানে আমরা সেটাই করব। শেষমেশ বলব আমি শারীরিকভাবে বেশ ভালই অনুভব করছি এবং আশা করছি সফরটা ভালই কাটবে।'
তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিন ম্যাচ খেলবে ভারত। সেখানে বুমরা সর্বোচ্চ চার ওভার বল করতে পারবেন। সেখানে ৫০ ওভারের বিশ্বকাপে ১০ ওভার বল করতে হবে তাঁকে। বুমরা জানাচ্ছেন টি-টোয়েন্টি ফর্ম্যাট নয়, তাঁর প্রস্তুতিটা কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বকাপের কথা মাথায় রেখেই করা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -