ডাবলিন: প্রথমবার নেতৃত্ব দিতে নেমেছিলেন জাতীয় দলের জার্সিতে। অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজে খেলতে নেমেছেন যশপ্রীত বুমরা। আর প্রথম সিরিজেই তারকা পেসারের নেতৃত্বে আইরিশদের হোয়াইটওয়াশ করার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। প্রথম ২ ম্যাচে জয়ের পর আজ তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামছে ২ দল। দীর্ঘ সময় পর মাঠে ফিরে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচেই যশপ্রীত বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণ, উভয় ফাস্ট বোলারই বেশ ভাল গতিতে বল করেছেন। পেয়েছন উইকেটও। তাঁরা যে মোটামুটি ম্যাচ ফিট তা বোঝা হয়ে গিয়েছে। তবে এশিয়া কাপ, বিশ্বকাপের পাশাপাশি সামনেই এশিয়ান গেমসও রয়েছে। সেই টুর্নামেন্টে সুযোগ পাওয়া বেশ কিছু খেলোয়াড় এই সিরিজ়েও রয়েছেন। 


কাদের ম্যাচ?


আজ ২৩ আগস্ট ভারত বনাম আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ









খেলাটি হবে দ্য ভিলেজ, ডাবলিনে





কখন শুরু ম্যাচ?




টস ভারতীয় সময় সন্ধে ৭ টায়, ম্যাচ শুরু সন্ধে ৭.৩০টায়     


কোথায় দেখবেন ম্যাচ?


টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্পোর্টস ১৮ চ্যানেলে      


অনলাইন স্ট্রিমিং


জিও সিনেমা মোবাইল অ্যাপে ও ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


শাহবাজ আমেদ, জীতেশ শর্মা, আবেশ খান, মুকেশ কুমাররা এখনও পর্যন্ত এই সিরিজ়ে একটি ম্যাচেও সুযোগ পাননি। মুকেশ অবশ্য সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ় সফরে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। তবে শাহবাজ খেলেননি। জীতেশ এখনও আন্তর্জাতিক অভিষেক ঘটাননি। সঞ্জু স্যামসনকে বসিয়ে বা স্রেফ ব্যাটার হিসাবে জীতেশকে একবার পরখ করে দেখে নেওয়াই যেতে পারে। ম্যাচ ফিটনেসের কথা মাথায় রেখে বুমরা, প্রসিদ্ধও হয়তো এই ম্যাচ খেলবেন। তবে আবেশ খান টানা সাত ম্যাচ বেঞ্চে বসে। তিনি আবার এশিয়ান গেমসের স্কোয়াডেও রয়েছেন। তাঁকে এশিয়ান গেমসের আগে একবার পরখ করে দেখে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে অর্শদীপ সিংহের বাইরে বসার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকে।


বোলিং বিভাগে কিছু রদবদল ঘটতে পারলেও অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব সামলানো সীতাংশু কোটাকের নেতৃত্বাধীন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ব্যাটিং বিভাগে খুব বেশি ফের বদল করবে বলে মনে হয় না। রুতুরাজ, স্যামসন, রিঙ্কু সিংহরা কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভালই খেলেছিলেন। আর প্রথম ম্য়াচে বৃষ্টি বিঘ্ন ঘটানোয় তাঁরা তেমন সুযোগ পাননি। এবার দেখার শেষমেশ কারা এই ম্যাচে সুযোগ পান।