IND vs NAM, T20 WC LIVE: রোহিত-রাহুলের অর্ধশতরান, নামিবিয়াকে ৯ উইকেটে হারাল ভারত
T20 WC 2021, Match 42, IND vs NAM: আগেই টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। আজ নিয়মরক্ষার ম্যাচে নামিবিয়ার মুখোমুখি বিরাট কোহলিরা। টি-২০ ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে আজ বিরাটের শেষ ম্যাচ।
৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজা।
ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলি। কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদও শেষ হল।
ওপেন করতে নেমে ৫৪ রানে অপরাজিত থাকেন কে এল রাহুল। ২৫ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব।
নামিবিয়াকে ৯ উইকেটে হারাল ভারতীয় দল।
কে এল রাহুলের অর্ধশতরান। জয়ের দোরগোড়ায় ভারত।
টি-২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয়ের পথে ভারতীয় দল।
১০ ওভারের শেষে ভারতের স্কোর এক উইকেটে ৮৭। রোহিত শর্মা ৫৬ রান করে ফিরে গেলেন। রাহুল ৩১ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে সূর্যকুমার যাদব।
নামিবিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করলেন রোহিত শর্মা। ৮ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭০। রোহিত ৫০ ও রাহুল ২০ রানে অপরাজিত।
৫ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪৪। রোহিত ৩৭ ও রাহুল ৭ রানে অপরাজিত।
২ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭। রোহিত ১৬ ও রাহুল ১ রানে অপরাজিত।
ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন কে এল রাহুল ও রোহিত শর্মা।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। জোড়া উইকেট জসপ্রীত বুমরাহর।
২০ ওভারের শেষে নামিবিয়ার স্কোর ৮ উইকেটে ১৩২।
১১৭ রানে ৮ উইকেট হারাল নামিবিয়া।
১৮ ওভারের শেষে নামিবিয়ার স্কোর ৭ উইকেটে ১১৪।
১০ ওভারের শেষে নামিবিয়ার স্কোর ৪ উইকেটে ৫১।
চতুর্থ উইকেট হারাল নামিবিয়া। ইয়ান নিকোল লফটি-ইটনকে (৫) ফিরিয়ে দিলেন অশ্বিন।
নামিবিয়ার তৃতীয় উইকেট তুলে নিল ভারতীয় দল। স্টিফেন বার্ডকে (২১) ফিরিয়ে দিলেন জাডেজা।
দ্বিতীয় উইকেট পেল ভারতীয় দল। ক্রেগ উইলিয়ামসকে (০) ফেরালেন রবীন্দ্র জাডেজা।
দিল্লির কোচ, সদ্যপ্রয়াত তারক সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ কালো ব্যান্ড পরে খেলতে নেমেছে ভারতীয় দল।
৫ ওভারের শেষে নামিবিয়ার স্কোর ১ উইকেটে ৩৩।
প্রথম উইকেট পেল ভারতীয় দল। মাইকেল ভ্যান লিঙ্গেনকে (১৪) ফেরালেন জসপ্রীত বুমরাহ। ৩৩ রানে প্রথম উইকেট হারাল নামিবিয়া।
ভাল শুরু নামিবিয়ার। ৩ ওভারের শেষে স্কোর বিনা উইকেটে ২৫।
প্রথম ওভারের শেষে নামিবিয়ার স্কোর বিনা উইকেটে ৫।
অধিনায়ক হিসেবে শেষ টি-২০ ম্যাচের আগে বিরাট বলেছেন, ‘ভারতের অধিনায়ক হওয়া সম্মানের ব্যাপার। আমি নিজের সেরাটা দিয়েছি। টেস্ট ও একদিনের ফর্ম্যাটের জন্য টি-২০ ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়তে হল। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ। এবার অন্য কেউ দলকে এগিয়ে নিয়ে যাবে। রোহিত (শর্মা) দলকে সামলাচ্ছে। ভারতীয় ক্রিকেট ভাল লোকের হাতেই আছে।’
নামিবিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে একটি বদল। বরুণ চক্রবর্তীর বদলে দলে এসেছেন রাহুল চাহার।
ভারতীয় দল- কে এল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।
নামিবিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ভারত।
আজ ভারত-নামিবিয়া ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটা থেকে।
প্রেক্ষাপট
দুবাই: টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হচ্ছে প্রথমবারের চ্যাম্পিয়ন ভারতীয় দলকে। আজ এই প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলিরা। এটা নেহাতই নিয়মরক্ষার ম্যাচ। টি-২০ ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে আজই বিরাটের শেষ ম্যাচ।
বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ঘোষণা করেছিলেন, এই ফর্ম্যাটে তিনি আর জাতীয় দলের অধিনায়ক থাকবেন না। ফলে অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ।
আজ শেষ ম্যাচে দলকে জিতিয়েই অধিনায়কত্ব ছাড়তে চাইবেন বিরাট। কিন্তু তাঁর টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে শেষ প্রতিযোগিতাটি একেবারেই সুখকর হল না। হতাশ হয়েই বিদায় নিতে হচ্ছে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। বিরাটের সঙ্গেই জাতীয় দলের কোচ হিসেবে এটাই শেষ ম্যাচ রবি শাস্ত্রীর। তাঁর বদলে নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাহুল দ্রাবিড়।
ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেশ কয়েকটি সিরিজ জিতলেও, একটিও আইসিসি প্রতিযোগিতা জিততে পারেননি বিরাট। তবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে তাঁর রেকর্ড দুর্দান্ত। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ৪৯টি টি-২০ ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় ২৯টি ম্যাচে, হার ১৬টি ম্যাচে এবং চারটি ম্যাচে কোনও ফল হয়নি।
অধিনায়ক হিসেবে টি-২০ ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাটই। জাতীয় দলের হয়ে এই ফর্ম্যাটে তাঁর এখনও পর্যন্ত রান ১,৪৮৯। মহেন্দ্র সিংহ ধোনির পর বিরাটই টি-২০ ফর্ম্যাটে ভারতের দ্বিতীয় সফল অধিনায়ক। জাতীয় দলকে ৪২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতিয়েছিলেন ধোনি।
ব্যাটসম্যান হিসেবে অবশ্য আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বিরাটের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। তিনি ৩০টি ইনিংসের মধ্যেই ১,০০০ রান করে ফেলেন, যা বিশ্বে দ্রুততম। বিরাটই একমাত্র ভারতীয় টি-২০ অধিনায়ক, যাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জিতেছে ভারত। নিউজিল্যান্ড সফরে ৫-০ ফলে টি-২০ সিরিজ জেতে ভারত। ইংল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজে ভারতের জয় ২-১ ফলে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরেও টি-২০ সিরিজ ২-১ ফলে জেতে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -