IND vs NAM, T20 WC LIVE: রোহিত-রাহুলের অর্ধশতরান, নামিবিয়াকে ৯ উইকেটে হারাল ভারত

T20 WC 2021, Match 42, IND vs NAM: আগেই টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। আজ নিয়মরক্ষার ম্যাচে নামিবিয়ার মুখোমুখি বিরাট কোহলিরা। টি-২০ ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে আজ বিরাটের শেষ ম্যাচ।

abp ananda Last Updated: 08 Nov 2021 10:26 PM

প্রেক্ষাপট

দুবাই: টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হচ্ছে প্রথমবারের চ্যাম্পিয়ন ভারতীয় দলকে। আজ এই প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলিরা। এটা নেহাতই নিয়মরক্ষার ম্যাচ। টি-২০ ফর্ম্যাটে...More

IND vs NAM, T20 LIVE: ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজা

৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজা।