IND vs NED T20 Score Live: ব্যাটারদের পর দাপট বোলারদেরও, টি-২০ বিশ্বকাপে টানা ২ ম্যাচে জয় ভারতের
IND vs NED: নেদারল্যান্ডসকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের জয়রথ দৌড়চ্ছে। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের ১৭৯/২ স্কোর তাড়া করতে নেমে মাত্র ১২৩/৯ স্কোরে থেমে গেলেন ডাচরা। ভারত ম্যাচ জিতল ৫৬ রানে।
১৮ ওভারের শেষে নেদারল্যান্ডসের স্কোর ১০১/৯। ১২ বলে ম্যাচ জিততে আর ৭৯ রান চাই ডাচদের।
আর অশ্বিনের বলে পরপর ফিরলেন কলিন অ্যাকারম্যান (১৭ রান) ও টম কুপার (৯ রান)। ১৩.১ ওভারে নেদারল্যান্ডসের স্কোর ৬৮/৫।
২৩ বলে ১৬ রান করে অক্ষর পটেলের বলে হার্দিক পাণ্ড্যর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ব্যাস ডি'লিড। ৯.২ ওভারে নেদারল্যান্ডসের স্কোর ৪৭/৩।
বলে এসেই সাফল্য পেলেন অক্ষর পটেল। ২০ রানে দ্বিতীয় উইকেট হারাল নেদারল্যান্ডস।
প্রথম সাফল্য পেল ভারত। ১ রানে বিক্রম সিংহকে ফেরালেন ভুবনেশ্বর কুমার। ১১ রানে প্রথম উইকেট হারাল ভারত।
ইনিংসের শেষ বলে ছক্কা মেরে অর্ধশতরান পূরণ করলেন সূর্যকুমার যাদব। ভারত দুই উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলল। সূর্য ৫১ ও বিরাট কোহলি ৬২ রানে অপরাজিত রইলেন।
রোহিত ফেরার পর কোহলি ও সূর্যকুমারের পার্টনারশিপ দলের হাল ধরেছে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১২৮/২।
১১ ওভার শেষে ভারতের স্কোর ৭৮/১। ৩৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন রোহিত। বিরাট ১৫ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লের শেষে ভারতের স্কোর ৩২/১।
মাত্র ৯ রানে আউট হলেন রাহুল। ১১ রানে প্রথম উইকেট হারাল ভারত।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল ভারতীয় দল। গত ম্যাচের একাদশ থেকে কোনও দলেই কোনও বদল নেই।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে শেষ হওয়ায় ভারত ও নেদারল্যান্ডসের ম্যাচও পিছিয়ে গেল। এখনও টসও হয়নি।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল নিজেদের ম্যাচ জিতলেও রোহিত শর্মা ও কেএল রাহুল ব্যর্থ হয়েছিলেন। তাই তাঁরা আজ রান পেতে মরিয়া হবেন।
প্রেক্ষাপট
সিডনি: পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেটে দুরন্ত জয় দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুর করেছে ভারতীয় দল। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি রোহিত শর্মারা (Ind vs Ned)। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছিল ভারতীয় দল। মোটের ওপর দারুণ ছন্দে টিম ইন্ডিয়া।
অপরদিকে, নেদারল্যান্ডস গোটা বিশ্বকাপ জুড়েই নিজেদের লড়াকু মানসিকতায় নজর কেড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সুপার ১২-র প্রথম রাউন্ডে নয় রানের হারের মধ্যেও সেই লড়াই চোখে পড়ে। ভারতের বিপক্ষে ফের একবার কঠিন লড়াই ডাচদের। লড়াকু মানসিকতাই কিন্তু এই ম্যাচে তাঁদের সম্বল। এই ম্যাচে ভারতীয় সমর্থকদের নজর থাকবে দলের ওপেনারদের দিকে। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অধিনায়ক রোহিত শর্মা ও কেএল রাহুল, দুই ওপেনারই ব্যর্থ হয়েছিলেন। দুইজনেই ব্যক্তিগত চার রানে সাজঘরে ফিরেছিলেন। ডাচদের বিরুদ্ধে রান করে নিজেদের ফর্ম ফিরে পেতে চাইবেন দুইজনেই।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারত-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির প্রভাব ফেলার কথা নয়। আকাশ শুরুর দিকে কিছুটা মেঘাচ্ছন থাকলেও, পরের দিকে তা সরে পরিস্কার আকাশ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচের সময়কালে তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি থেকে সর্বনিম্ন ১৯ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। তবে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের ম্যাচে কিন্তু বৃষ্টি খানিকটা বিঘ্ন ঘটিয়েছে। টসের আগে বৃষ্টি তো হয়েইছে, এমনকী ম্য়াচ চলাকালীনও কয়েক পশলা বৃষ্টি হয়েছে সিডনিতে। তবে সুখবর এটাই যে, কোনও সময়ই বৃষ্টির কালো মেঘ দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -