হায়দরাবাদ: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে শেষ ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেও মন খারাপ ছিল তাঁর। ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে শুভমন গিল বলেছিলেন, আরও বড় ইনিংস খেলা উচিত ছিল তাঁর।


ভেতর ভেতর তিনি যে কতটা ফুটছিলেন, তা বোঝা গেল হায়দরাবাদে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে। কিউয়ি বোলারদের নিয়ি ছিনিমিনি খেললেন পাঞ্জাবের ক্রিকেটার। শেষ পর্যন্ত ১৪৯ বলে ২০৮ রান করলেন। গিলের ব্যাটিং বিক্রমে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪৯ রান তুলল ভারত। কিউয়িদের সামনে ৩৫০ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল।


শুভমিন গিল ভেঙে দিলেন একাধিক রেকর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে এটাই কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। শুভমন ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের ২৪ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৬ রান করেছিলেন সচিন। পরে ২০০৭ সালে ফের একবার ঝলসে উঠেছিল মাস্টার ব্লাস্টারের ব্যাট। ১৮১ রান করেছিলেন সচিন। দুই রেকর্ডই ছাপিয়ে গেলেন শুভমন। ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করলেন।


ভারতের ৩৪৯ রানের মধ্যে একা শুভমনই করলেন ২০৮ রান। তাঁর দাপট কতটা ছিল, সেই ছবিটা তুলে ধরার জন্য একটা তথ্যই যথেষ্ট। শুভমনের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রোহিত শর্মা। কত করেছেন ভারত অধিনায়ক? ৩৪!


 




নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে হেনরি শিপলে ৯ ওভারে ৭৪ রান খরচ করেন। ১০ ওভারে ৭৭ রান দেন লকি ফার্গুসন। গোটা ইনিংসে একবারই সুযোগ দিয়েছিলেন শুভমন। শিপলের বলে তাঁরই হাতে ফিরতি ক্যাচ দিয়েছিলেন। কিন্তু ফলো থ্রু তে সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি শিপলে। শুভমনের রান তখন ১২৪। তারপর যেন আরও আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি।


আরও পড়ুন: চোখ ধাঁধানো আলোয় সেজে উঠেছে বাড়ি! কবে বিয়ে রাহুল-আথিয়ার?