জয়পুর : নিউজিল্যান্ড বধ। জয়পুরে প্রথম টি২০ ম্যাচে জয়ী ভারত। দুরন্ত ইনিংস সূর্যকুমার যাদবের। ৪০ বল খেলে ৬২ রান তোলের এই তরুণ ক্রিকেটার। অন্যদিকে অধিনায়ক রোহিতের ব্যাট থেকে আসে ৪৮ রান। যার ওপর ভর করে জয়পুরে সাওয়াই মান সিংহ স্টেডিয়ামে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিল ভারত।


নিউজিল্যান্ড শুরুটা খারাপ করেনি। আজ টসে জিতে প্রথমে বোলিং নেন রোহিত। দুরন্ত ব্যাটিং করেন নিউজিল্যান্ডের অন্যতম স্তম্ভ মার্টিন গাপ্তিল। ৪২টি বল খেলে ৭০ রান তুলে নেন তিনি। এর মধ্যে ৩টি চার ও ৪টি ৬-এর সহযোগে ঝকঝকে ইনিংস। পরে চাহার বলে শ্রেয়াস আইয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দন চ্যাপম্যান। ৫০ বল খেলে ৬৩ রান করেন তিনি। ৬টি চার ও ২ টি ৬ সহযোগে সাজানো ইনিংস। ভারতের সামনে ১৬৫ রানের লক্ষ্যমাত্রা রাখে কিউয়ি-রা।


এই টার্গেট নিয়ে নেমে ভাল শুরু করে ভারত। রোহিত শর্মা ও কে এল রাহুলের জুটি প্রথম উইকেটে ৫০ রান তোলে। ব্যক্তিগত ১৫ রানের মাথায় আউট হয়ে যান রাহুল। এরপর ক্রিজে আসেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার ও রোহিতের জুটি ভাল ফাইট দেয়। যদিও ব্যক্তিগত ৪৮ রানের মাথায় আউট হয়ে যান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। নিজের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান হিটম্য়ান। দুরন্ত ইনিংস বেরিয়ে আসে সূর্যকুমারের ব্যাট থেকেও। ৪০ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ৬টি চার ও ৩টি ছক্কায়। চার মেরে জয় ছিনিয়ে নেন পন্থ। প্রথম ম্যাচ ৫ উইকেটে লড়াকু জয় পায় ভারত।


টি-টোয়েন্টি সিরিজের পরের ২টো ম্যাচ হবে শুক্রবার, ১৯ তারিখ ঝাড়খণ্ডের রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ রবিবার, ২১ তারিখ ইডেনে। টি-২০ সিরিজের পর ভারত ও নিউজিল্যান্ড দু’টি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্ট কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ম্যাচ শুরু ২৫ নভেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্যাচ শুরু হবে ৩ ডিসেম্বর থেকে।