মুম্বই: ২২ গজে ফের ভারত- নিউজিল্যান্ড দ্বৈরথ।  টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারত সফরে আসতে চলেছে কেন উইলিয়ামসন বাহিনী। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও ২ ম্যাচে টেস্ট সিরিজ খেলতে ভারতে আসছেন কিউয়িরা। কলকাতার ইডেন গার্ডেন্সেও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। গোলাপি বলের টেস্টের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ পেতে চলেছে ইডেন। একনজরে দেখে নেওয়া যাক কিউয়িদের ভারত সফরের সূচি-


টি-টোয়েন্টি সিরিজ



  1. প্রথম ম্যাচ: ১৭ নভেম্বর, সোয়াই মানসিং স্টেডিয়াম (রাজস্থান)

  2. দ্বিতীয় ম্যাচ: ১৯ নভেম্বর, জেএসসিএ স্টেডিয়াম (রাঁচি)

  3. তৃতীয় ম্যাচ: ২১ নভেম্বর, ইডেন গার্ডেন্স (কলকাতা)


টেস্ট সিরিজ



  1. প্রথম টেস্ট: ২৫-২৯ নভেম্বর, গ্রিন পার্ক (কানপুর)

  2. দ্বিতীয় টেস্ট: ৩-৭ ডিসেম্বর, ওয়াংখেড়ে (মুম্বই)


টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে ২টো দলই রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে ভারতের ফলাফল একদমই ভল নয়। বিশ্বকাপ সেমিফাইনালে হারতে হয়েছে। চলতি বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও সম্প্রতি হারতে হয়েছে। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফর্ম করতে মরিয়া থাকবেন রোহিতরা। 


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স হতাশার রেশ তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে। জৈব সুরক্ষা বলয়ে টানা ক্রিকেট খেলার ধকল পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞদের একাংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) শেষ হওয়ার পর তাই দলে কিছু বদল আনতে পারে বিসিসিআই।


কীরকম? টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সংবাদসংস্থা এএনআই'কে বোর্ডের এক কর্তা যা ইঙ্গিত দিয়েছেন, তাতে বিশ্বকাপ পরবর্তী নিউজিল্যান্ড সিরিজে সিনিয়রদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কে এল রাহুল ৷ বোর্ডের সংশ্লিষ্ট আধিকারিক বলেছেন, "নিউজিল্য়ান্ড সিরিজে সিনিয়রদের বিশ্রামের প্রয়োজন ৷ আর এটা নিয়ে লুকোচুরির কোনও জায়গা নেই ৷ রাহুল যেহেতু ভারতের টি-টোয়েন্টি পরিকাঠামোর অবিচ্ছেদ্য অংশ তাই ওই দলকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বলেই মনে হচ্ছে৷"


আরও পড়ুন: খেলরত্ন পাচ্ছেন নীরজ চোপড়া, সুনীল ছেত্রী সহ ১২ জন