বিরাটের বিরুদ্ধে সফলতম বোলার সাউদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Feb 2020 04:53 PM (IST)
তিনি সব ফর্ম্যাট মিলিয়ে বিরাটকে মোট ৯ বার আউট করলেন।
অকল্যান্ড: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে সফলতম বোলার হয়ে গেলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। আজ একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরাটকে বোল্ড করে এই নজির গড়েন সাউদি। তিনি সব ফর্ম্যাট মিলিয়ে বিরাটকে মোট ৯ বার আউট করলেন। একদিনের ক্রিকেটে ৬বার এই কিউয়ি পেসারের শিকার হলেন ভারতের অধিনায়ক। জেমস অ্যান্ডারসন ও গ্রেম সোয়ান বিরাটকে আটবার করে আউট করেছেন। আজ তাঁদের টপকে গেলেন সাউদি। মর্নি মর্কেল, নাথান লিয়ন, অ্যাডাম জাম্পা ও রবি রামপাল সাতবার করে বিরাটকে আউট করেছেন। আজ ১৫ রান করে বোল্ড হয়ে যান বিরাট। ভারতীয় দলও ২২ রানে হেরে সিরিজ খোয়ায়। টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এবার একদিনের সিরিজে ভারতীয় দলই হোয়াইটওয়াশ হওয়ার মুখে। আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ।