মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন চা পানের বিরতিতে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ১১১। ৮০ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। তারপর তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা এবং চার নম্বরে নামা অধিনায়ক বিরাট কোহলি কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান। ওপেনার শুভমান গিল ৭১ বলে ৪৪ রান করে আউট হয়ে গিয়েছেন।


চা পানের বিরতিতে ক্রিজে ওপেনার ময়ঙ্ক আগরওয়াল (৫২) এবং শ্রেয়স আয়ার (৭)।


আজ শুরুটা ভাল করেন ভারতের দুই ওপেনার ময়ঙ্ক ও শুভমান। তবে তারপরেই পরপর তিন উইকেট হারায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন আজাজ পটেল।


আউটফিল্ড ভেজা থাকায় আজ সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও, ১২টায় খেলা শুরু হয়। তার আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি প্রথম টেস্টে দলে না থাকলেও, এই ম্যাচে দলে ফিরেছেন। তবে চোটের জন্য এই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা। রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট। জাডেজার ডান হাতে চোট। ইশান্তের বাঁ হাতের কড়ে আঙুলের হাড় সরে গিয়েছে। 


কানপুর টেস্টের পঞ্চম দিন চোট পান ইশান্ত। তাঁর সেই চোটই ভোগাচ্ছে। ফলে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে। 


জাডেজাও কানপুর টেস্ট চলাকালীন চোট পান। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই কারণে তিনি এই টেস্টে দলের বাইরে আছেন।


রাহানেও কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় চোট পান। তাঁর সেই চোট এখনও সারেনি। সেই কারণে তিনি ওয়াংখেড়েতে খেলছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে।


অন্যদিকে, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। তাঁর বাঁ কনুইয়ের চোট এখনও ভোগাচ্ছে। তার ফলেই তিনি ওয়াংখেড়েতে খেলতে পারছেন না। উইলিয়ামসনের বদলে এই টেস্টে কিউয়িদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।