মুম্বই: চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা। রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট। অন্যদিকে, জাডেজার ডান হাতে চোট। ইশান্তের বাঁ হাতের কড়ে আঙুলের হাড় সরে গিয়েছে।


আজ থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এর আগে কানপুরের গ্রিন পার্কে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছে। ভারতীয় দল শেষদিন ভাল জায়গায় ছিল। কিন্তু নিউজিল্যান্ড লড়াই করে ম্যাচ বাঁচাতে সক্ষম হয়েছে। এবার দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ দখল করাই ভারতের লক্ষ্য। তবে আজ আউটফিল্ড ভেজা থাকায় এখনও টস হয়নি। ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। 


ম্যাচ শুরু না হলেও, দলের তিন অভিজ্ঞ ক্রিকেটারের চোট ভারতীয় দলের পক্ষে ধাক্কা। কানপুর টেস্টের পঞ্চম দিন চোট পান ইশান্ত। তাঁর সেই চোটই ভোগাচ্ছে। ফলে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে। 


জাডেজাও কানপুর টেস্ট চলাকালীন চোট পান। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই কারণে তিনি এই টেস্টে দলের বাইরে আছেন।  


রাহানেও কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় চোট পান। তাঁর সেই চোট এখনও সারেনি। সেই কারণে তিনি ওয়াংখেড়েতে খেলছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে।


অন্যদিকে, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। তাঁর বাঁ কনুইয়ের চোট এখনও ভোগাচ্ছে। তার ফলেই তিনি ওয়াংখেড়েতে খেলতে পারছেন না। উইলিয়ামসনের বদলে এই টেস্টে কিউয়িদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। 


নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘কেনের সময়টা খারাপ যাচ্ছে। ওকে চোটের মোকাবিলা করতে হচ্ছে। এ বছরের বেশিরভাগ সময়ই ওকে চোট ভুগিয়েছে। আমরা সারা বছর ধরে এবং টি-২০ বিশ্বকাপের সময় ওকে চোটমুক্ত রাখতে পেরেছি, কিন্তু টেস্ট ক্রিকেটের সময় ব্যাটিং বেশি করতে হওয়ার ফলে ওর কনুইয়ে চাপ পড়ছে। তার ফলে ওর চোট বেড়েছে।’