মুম্বই: টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান হাঁকালেন ময়ঙ্ক অগ্রবাল (mayank agarwal)। বেশ কিছুদিন ধরেই নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না। দ্বিতীয় টেস্টের (test) আগেও তাঁর দলে থাকা নিয়েই প্রশ্ন উঠেছিল। মনে করা হয়েছিল যে বিরাট (virat kohli)) প্রথম একাদশে ঢুকলে সেক্ষেত্রে বসতে হতে পারে ময়ঙ্ককেই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনিই নামলেন শুভমন গিলের সঙ্গে। আর শুধু নামলেনই না, সেঞ্চুরিও হাঁকালেন দলের সবচেয়ে দরকারের সময়। এদিন ১৯৬ বলে নিজের টেস্ট কেরিয়ারের চতুর্থ শতরান পূরণ করেন ময়ঙ্ক। ড্যারেল মিচেলকে ম্যাচের ৫৯ তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়েই শতরান পূরণ করেন তিনি।
আউটফিল্ড ভেজা থাকায় আজ সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও, ১২টায় খেলা শুরু হয়। তার আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি প্রথম টেস্টে দলে না থাকলেও, এই ম্যাচে দলে ফিরেছেন। তবে চোটের জন্য এই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাডেজা ও ইশান্ত শর্মা। রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট। জাডেজার ডান হাতে চোট। ইশান্তের বাঁ হাতের কড়ে আঙুলের হাড় সরে গিয়েছে।
আজ শুরুটা ভাল করেন ভারতের দুই ওপেনার ময়ঙ্ক ও শুভমান। তবে তারপরেই পরপর তিন উইকেট হারায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন আজাজ পটেল।
কানপুর টেস্টের পঞ্চম দিন চোট পান ইশান্ত। তাঁর সেই চোটই ভোগাচ্ছে। ফলে তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে। জাডেজাও কানপুর টেস্ট চলাকালীন চোট পান। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই কারণে তিনি এই টেস্টে দলের বাইরে আছেন। রাহানেও কানপুর টেস্টের শেষ দিন ফিল্ডিং করার সময় চোট পান। তাঁর সেই চোট এখনও সারেনি। সেই কারণে তিনি ওয়াংখেড়েতে খেলছেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করছে।
আরও পড়ুন: বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কেরিয়ারে ৮০০ গোলের মালিক হলেন রোনাল্ডো