মাউন্ট মোনগোনি: #সিরিজের শেষ তথা তৃতীয় একদিনের ম্যাচেও জিতল নিউজিল্যান্ড। ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে ৩-০ সিরিজ জিতল নিউজিল্যান্ড। টি ২০ সিরিজে ভারত হোয়াইট ওয়াশ করেছিল নিউজিল্যান্ডকে। এবার একদিনের সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশ করে বদলা নিল কিউই ব্রিগেড।  এদিন নিউজিল্যান্ডের রান তাড়া করে জয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন হেনরি নিকোলস ও মার্টিন গাপ্টিল।  নিকোলস ৮০ ও গাপ্টিল ৬৬ রানের ইনিংস খেলে দলের জয়ের পথ প্রশ্বস্ত করেন।


নিউজিল্যান্ডের ওপেনাররা শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চাপ তৈরি করেন। ওপেনিং জুটিতে ১০০ রান ওঠে। গাপ্টিল ছিলেন মারমখী মেজাজে। গাপ্টিল ও নিকোলস জুটি মাত্র ১৬ ওভারে ১০০ রান পূর্ণ করেন। ১৬ তম ওভারেই তাদের প্রথম উইকেটের পতন হয়।

এরপর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাটিং করতে আসেন। কিন্তু উইকেটে জমে যাওয়ার আগেই ২২ রান করে আউট হন তিনি। একপ্রান্তে কয়েকটি উইকেট পড়লেও অন্যপ্রান্তে নিকোলস ছিলেন লক্ষ্যে অবিচল।   ৩০ ওভারে ১৯০ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এরপর পরপর কয়েকটি উইকেট হারায় নিউজিল্যান্ড। আউট হয়ে যান টেলর, নিকোলস ও নিশাম। শেষের দিকে লাথম ও জেমস নিশাম ভারতীয় বোলারদের পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন। শেষপর্যন্ত পাঁচ উইকেটে জয়ী হয় তারা।

#প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে করল ২৯৬ রান। জাডেজা  ৮ ও সাইনি ৮ রানে অপরাজিত থাকেন।


#পাঁচ নম্বরে নেমে দুরন্ত সেঞ্চুরি কেএল রাহুলের। চলতি নিউজিল্যান্ড সফরে দুরন্ত ফর্মে রয়েছেন রাহুল। একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচেও দাপট তাঁর ব্যাটে। একদিনের আন্তর্তাজিক ক্রিকেটে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। পাঁচ নম্বরে নেমে প্রথমবার সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। ১০৪ বলে নয়টি চার ও একটি ছয়ের সাহায্য শতরান সম্পূর্ণ করেন রাহুল।





একটা সময় ৬২ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে শ্রেয়স ও রাহুলের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় ভারত।  চতুর্থ উইকেট জুটিতে তাঁরা ১০০ রান যোগ করেন।  চার নম্বরে নেমে ফের সফল শ্রেয়স। এদিন ৬২ রান করেন তিনি। এরপর মণীশ পান্ডের সঙ্গে জুটি বাঁধের রাহুল। সেঞ্চুরি পূর্ণ করেন। দুজনের জুটিতে ১০৯ রান যোগ হয়।  ১১৩ বলে ১১২ রান করে আউট হন। দলের রান তখন ৫ উইকেটে ২৬৯।


২৬৯ রানেই মণীশ পান্ডে আউট হন।  তিনি ৪৮ বলে ৪২ রান করেন।

এদিন শুরুতেই আট হয়ে যান ওপেনার মায়াঙ্ক অগ্রবাল (১)।  অধিনায়ক বিরাট কোহলিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৯ রান করে আউট হয়ে যান। অন্য ওপেনার পৃথ্বী শ ৪২ বলে ৪০ রান করে আউট হন।

বে ওভালে আজ তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠাল নিউজিল্যান্ড। কিউই দলে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। জানান, দলের পারফরম্যান্সে তিনি খুশি। নিউজিল্যান্ড দলে আরও একটি পরিবর্তন হয়েছে। মার্ক চ্যাপম্যানের জায়গায় দলে এসেছেন মিচেল স্যান্টনার। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, প্রথম ব্যাট করতে তাঁর কোনও আপত্তি নেই। তিনি চান, দল একটা ভাল স্কোর বিপক্ষের সামনে রাখুক। ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। কেদার যাদবের জায়গায় প্রথম একাদশে এসেছেন মণীশ পাণ্ডে। প্রথম দুচি ম্যাচ ব্ল্যাক ক্যাপস-রা জিতে যাওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ বেদখল হয়েছে কোহলিদের। যদিও, শেষ ম্যাচ জিতে টেস্ট সিরিজে ইতিবাচক মনোভাব নিয়ে যেতে চায় টিম ইন্ডিয়া।


দল--
নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, হেনরি নিকল্স, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, কাইল জ্যামিসন, হামিশ বেনেট।


ভারত: ময়াঙ্ক অগ্রবাল, পৃথ্বী শ, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কে এল রাহুল, মণীশ পাণ্ডে, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, যুযবেন্দ্র চহাল, জসপ্রীত বুমরাহ