Ind vs NZ 3rd T20 Live: ৭৩ রানে ম্যাচ জিতে ইডেনে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ ভারতের
Ind vs NZ 3rd T20 International, Eden Garden: ২০১৯ সালের পর ২০২১। ২ বছরের ব্যবধান। ফের ইডেনে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। গোলাপি বলের টেস্টের পর এবার টি-টোয়েন্টি। আজ মুখোমুখি ভারত-নিউজিল্য়ান্ড।
নিউজিল্যান্ড অল আউট ১১১ রানে। ভারত ৭৩ রানে জয়ী।
১৪ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯২/৭।
৯ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর তিন উইকেটে ৬১ রান।
মার্ক চাপম্যান (০) ও গ্লেন ফিলিপ্সকে (০) ফেরালেন অক্ষর পটেল। নিউজিল্যান্ডের স্কোর ৩০/৩।
নিজের বলেই মার্টিন গাপ্টিলের ক্যাচ ফেললেন দীপক চাহার। অক্ষর পটেল ফেরালেন ডারিল মিচেলকে (৫)। ২.১ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২১/১।
প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৮৪/৭। অক্ষর পটেল ২ ও দীপক চাহার ২১ রানে অপরাজিত ছিলেন।
১৬ ওভারের শেষে ভারতের স্কোর ১৩৯/৫। ৩১ বলে ৫৬ রান করে ফিরলেন রোহিত শর্মা। ২০ রান করে আউট বেঙ্কটেশ আইয়ার।
২৭ বলে হাফসেঞ্চুরি রোহিত শর্মার। ১১ ওভারে ভারতের স্কোর ১০৩/৩।
একই ওভারে জোড়া ধাক্কা মিচেল স্যান্টনারের। ঈশানের পর ফেরালেন সূর্যকুমার যাদবকে (০)।
ঝোড়ো শুরু ভারতের, ৬ ওভারে রোহিত শর্মারা তুললেন ৬৯/০। ২১ বলে ২৯ রান করে ফিরলেন ঈশান কিষাণ।
ইডেন বেল বাজিয়ে ম্যাচের সূচনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২ ওভারের শেষে ভারতের স্কোর ১৮/০।
সিরিজ আগেই জিতে গিয়েছে ভারত। তাই শিশির আতঙ্কের মধ্যেও পরে ফিল্ডিং করবে ভারত। রোহিত শর্মা বললেন, কঠিন পরিস্থিতিতে দব কেমন করে তা দেখে নেওয়ার জন্যই শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত।
সিরিজ আগেই জিতে যাওয়ায় আর অশ্বিনকে বিশ্রাম দিয়ে যুজবেন্দ্র চাহালকে খেলাচ্ছে ভারত। দলে নেওয়া হয়েছে ঈশান কিষাণকে।
প্রেক্ষাপট
কলকাতা: ২০১৯ সালের পর ২০২১। ২ বছরের ব্যবধান। ফের ইডেনে (Eden Gardens) আন্তর্জাতিক ক্রিকেটের আসর। গোলাপি বলের টেস্টের পর এবার টি-টোয়েন্টি। আজ ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি ভারত-নিউজিল্য়ান্ড (Ind vs NZ)। প্রথম ম্যাচে জয়পুরে ও দ্বিতীয় ম্যাচে রাঁচিতে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিংয়ের প্রথম সিরিজেই জয় ছিনিয়ে নিয়েছে রােহিত ব্রিগেড। এক ম্যাচ বাকি থাকতেই। ইডেন গার্ডেন্সে সিরিজের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। যে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ট্রফি হাতে তুলবেন রোহিতই।
ইডেন ম্যাচ ঘিরে গোটা শহর জুড়ে যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে, তার আঁচ কলকাতায় পা দিয়েই টের পেয়েছে টিম ইন্ডিয়া। তবে, এখনও শুকোয়নি বিশ্বকাপ-ক্ষত। তাই বদলা হিসেবে হোয়াইট ওয়াশ করেই থামতে চায় রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। তাই, নজরে ইডেনের পিচ। এদিন দুপুরে কলকাতা এসে পৌঁছয় ভারত, নিউজিল্যান্ড দু’দলই। টিম হোটেল থেকে সটান ইডেনে গিয়ে হাজির রাহুল দ্রাবিড়। সঙ্গে দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। পিচ পরীক্ষা করে দেখেন তাঁরা। আলোচনা হয় স্ট্র্যাটেজি নিয়েও। মিনিট পনেরো পর ইডেন ছাড়েন টিম ইন্ডিয়ার হেডস্যার। কেমন হতে চলেছে রবিবার ইডেনের পিচ? স্পোর্টিং পিচ হবে, বলছেন পিচ কিউরেটর। ইডেনের উইকেট পরিদর্শন করে শুক্রবারই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং। স্পোর্টিং উইকেটে কি রোহিতদের পাশে জ্বলে উঠবেন সূর্যকুমার যাদব বা হর্ষল পটেলরা? রবিবার জবাবটা দেবে ইডেনের উইকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -