IND vs NZ, T20 WC LIVE: নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে বিশ্বকাপে প্রবল চাপে ভারত
T20 WC 2021, Match 28, IND vs NZ: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে ফের বিরাট বাহিনী। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে।
ভারতকে ৮ উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ড। ১৪.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১১১ রান তুলে নিলেন কেন উইলিয়ামসনরা।
৩৫ বলে ৪৯ রান করে বুমরার শিকার ডারিল মিচেল। নিউজিল্যান্ডের স্কোর ৯৬/২।
১২ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৯৪/১।
৮ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬৪/১। কার্যত হারের মুখে ভারত।
যশপ্রীত বুমরার বলে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মার্টিন গাপ্টিল (১৭ বলে ২০ রান)। নিউজিল্যান্ডের স্কোর ২৪/১।
এক ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫/০।
২০ ওভারে ১১০/৭ স্কোরে আটকে গেল ভারত। রবীন্দ্র জাডেজা ১৯ বলে ২৬ রান করে অপরাজিত রইলেন।
ট্রেন্ট বোল্টের বলে কোনও রান না করে ফিরলেন শার্দুল ঠাকুর। ভারতের স্কোর ৯৪/৭।
২৪ বলে ২৩ রান করে ফিরলেন হার্দিক পাণ্ড্য। ১৮.১ ওভারের শেষে ভারতের স্কোর ৯৪/৬।
অ্যাডাম মিলনের বলে বোল্ড ঋষভ পন্থ (১২)। ৭০ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত।
ভারতীয় শিবিরে জোরাল ধাক্কা। ১৭ বলে ৯ রান করে ফিরলেন বিরাট কোহলি। ঘাতক ফের ইশ সোধি। ভারতের স্কোর ৪৮/৪।
১৪ বলে ১৪ রান করে ফিরলেন রোহিত শর্মা। ভারত ৪০/৩।
টিম সাউদির বলে ফিরলেন কে এল রাহুল (১৬ বলে ১৮ রান)। ৬ ওভারে ভারত ৩৫/২।
অ্যাডাম মিলনের ওভারে উঠল ১৫ রান। ৫ ওভারের শেষে ভারতের স্কোর ২৯/১।
প্রথম বলেই জীবন পেলেন রোহিত শর্মা। তাঁর ক্যাচ ফেললেন অ্যাডাম মিলনে।
রান পেলেন না ঈশান কিষাণ। ট্রেন্ট বোল্টের বলে ফিরলেন। ৮ বলে ৪ রান করে। ভারতের স্কোর ২.৫ ওভারে ১১/১।
শুরুতেই চমক ভারতের। রোহিত শর্মা নয়, কে এল রাহুলের সঙ্গে ইনিংস ওপেন করতে নামলেন ঈশান কিষাণ।
পিঠে চোট পেয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর পরিবর্তে খেলছেন ঈশান কিষাণ। ভুবনেশ্বর কুমারের পরিবর্তে খেলানো হচ্ছে শার্দুল ঠাকুরকে।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে বোলিং রান আপ মার্ক করলেন হার্দিক পাণ্ড্য।
প্রেক্ষাপট
দুবাই: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে ফের বিরাট বাহিনী। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই ধাক্কা সামলে এবার জয়ের সরণীতে ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডও এবার তাঁদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হেরেছে। ফলে ২ দলের কাছেই এই ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ২ দলের সাক্ষাতে এগিয়ে নিউজিল্যান্ড। কোনওবার হারাতে পারেনি ভারত এই মঞ্চে কিউয়িদের। এছাড়াও সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখেও নিউজিল্য়ান্ড এগিয়ে। কারণ ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ও এই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছে। এই গ্রুপে যে ৬ দল রয়েছে। তাঁদের মধ্যে ২টো দল পরের রাউন্ডে যাবে। গতকাল আফগানিস্তানকে হারানোর ফলে পাকিস্তান তাঁদের ৩ ম্য়াচের মধ্যে ৩ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে। ফলে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই পরের গ্রুপে যাওয়ার সম্ভাবনা প্রায় পাকা তাদের। বাকি একটি জায়গার জন্য মূলত লড়াই হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্য়ে।
এদিকে ম্যাচের আগের দিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিরাট কােহলিকে প্রশ্ন করা হয়েছিল, দল কি বুমরার ওপর অতিরিক্ত নির্ভরশীল? এবিপি লাইভের প্রশ্নে দুবাই থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন কোহলি (Virat Kohli) বললেন, 'যশপ্রীত সব ধরনের ফর্ম্যাটে বিশ্বের সেরা বোলার। আর ওর ওপর শুধু সমর্থকদের নয়, ওর নিজেরও প্রত্যাশা রয়েছে। বিষয়টা নিয়ে ও বেশ গর্ব অনুভব করে। ও নিজেকে নিয়ে কী ভাবল সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বাইরের কে কী ভাবল তা নিয়ে সত্যি কথা বলতে কী আমাদের মাথাব্যথা নেই।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -