Cyber Scam:  আপনার অ্যাকাউন্ট (Bank Account) ফাঁকা করতে এবার নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা (Cyber Fraud)। স্কুলে ভর্তির সময়কে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেওয়া হচ্ছে অনেক বিজ্ঞাপন। সেই ক্ষেত্রে আপনি এই জালে পা দিলেই হারাবেন টাকা (Money)। সঙ্গে গোপন তথ্য়ও হাতিয়ে নেবে জালিয়াতরা। এই জাল চক্র থেকে বাঁচতে কী করবেন ?


এই ফাঁদ পেতেছে প্রতারকরা
 স্কুলে ভর্তির দিন চলে এসেছে। এখন অভিভাবকরা তাদের সন্তানদের জন্য স্কুল বাছা থেকে কেনাকাটা করতে ব্যস্ত। সাইবার অপরাধীরাও এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত। তারা ভুয়ো অনলাইন স্টোর ও ভুয়ো বৃত্তির নামে মানুষকে ঠকানোর ফাঁদ পেতেছে। এই ধরনের স্ক্যাম এড়ানোর উপায়গুলি সম্পর্কে জেনে নিন এখানে।


প্রতারকরা মানুষকে ঠকাতে এই পদ্ধতিগুলি ব্যবহার করে
সাইবার অপরাধীরা স্কুল সংক্রান্ত বিষয়ে লোভনীয় অফার সহ সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে বিজ্ঞাপন দেয়। কিছু লোক লোভের বশবর্তী হয়ে তাদের বাচ্চাদের স্কুলের জিনিসপত্র বা বই ইত্যাদি অর্ডার করতে বিজ্ঞাপনে ক্লিক করেন। এইভাবে, তারা ক্ষতিকারক সাইটে পৌঁছান। এরফলে হ্যাকারদের পক্ষে তাদের কাছে পৌঁছানো সহজ হয়ে যায়। 


একইভাবে, স্ক্যামাররা স্কলারশিপ, অনুদান ও ঋণ ইত্যাদির নামে লোকেদের ফাঁদে ফেলার চেষ্টা করে। সাধারণত তাদের অফার প্রলুব্ধ করে অভিভাবকদের। কিছু লোক তাদের ফাঁদে পড়ে। এছাড়াও, স্ক্যামাররা ফিশিং ইমেলের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করে। এই তথ্য একবার তাদের হাতে গেলে তারা বড় আর্থিক ক্ষতি করতে পারে।


এই পদ্ধতিগুলি দিয়ে নিজেকে নিরাপদ রাখুন
১ অনলাইন স্টোর থেকে কেনার আগে ওয়েবসাইট যাচাই করে নিন। 
২ ওয়েবসাইটের URL চেক করুন এবং এতে কোনো বানান ভুল থাকলে সতর্ক থাকুন।
৩ নতুন সোশ্যাল মিডিয়ায় দেখা আকর্ষণীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ হবেন না।
৪ কেউ যদি লোন বা স্কলারশিপের নামে লোভনীয় অফার দেয়, তাহলে আপনার তথ্য দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করে নিন।
৫ অজানা লোকের ইমেল বা বার্তাগুলিতে ক্লিক করবেন না। এটি আপনার ডিভাইসে ক্ষতিকারক ফাইল ডাউনলোড করতে পারে। ফলে আপনার ব্যক্তিগত তথ্য স্ক্যামারদের হাতে পড়তে পারে।
৬ সাইবার জালিয়াতির ক্ষেত্রে অবিলম্বে আইনি সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। প্রথমেই ১৯৩০-তে যোগাযোগ করুন।


Bangladesh News: ' আমি ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব', বাংলাদেশে কবে ফেরার কথা বলছেন শেখ হাসিনা ?