সাউদাম্পটন: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই ইনিংসেই ব্যর্থ হলেন ভারতের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। আশ্চর্যজনকভাবে এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কোনও ব্যাটসম্যানই অর্ধশতরান বা শতরান করতে পারলেন না। ফলে নিউজিল্যান্ডের সামনে বড় রানের টার্গেট রাখতে পারল না ভারত।


টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে যায়। দ্বিতীয় দিন খেলা শুরু হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুটা ভালই করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। রোহিত ৩৪ ও গিল ২৮ রান করেন। তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তিনি মাত্র ৮ রান করেন। অধিনায়ক বিরাট কোহলি ৪৪ ও অজিঙ্কা রাহানে ৪৯ রান করেন। ঋষভ পন্থ করেন মাত্র ৪ রান। রবীন্দ্র জাডেজা ১৫, রবিচন্দ্রন অশ্বিন ২২ রান করেন। ইশান্ত শর্মা ৪ রান করেন। জসপ্রীত বুমরাহ কোনও রান করতে পারেননি। মহম্মদ শামি ৪ রান করে অপরাজিত থাকেন।


প্রথম ইনিংসে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানদের কাছ থেকে বড় রানের প্রত্যাশা ছিল। কিন্তু তাঁরা প্রত্যেকেই হতাশ করলেন। রোহিত করেন ৩০ রান। অপর ওপেনার গিল মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। পূজারা ১৫ রান করেন। বিরাট করেন মাত্র ১৩ রান। অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব নিয়ে ব্যাটিং করবেন, এটাই প্রত্যাশিত ছিল। কিন্তু বিরাট সেই দায়িত্ব পালন করতে পারেননি। রাহানেও দায়িত্ব নিয়ে দলকে ভাল জায়গায় পৌঁছে দিতে পারেননি। তিনি করেন ১৫ রান। তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান পন্থ কিছুটা লড়াই করেন। তিনি ৮৮ বলে চারটি বাউন্ডারির সাহায্যে করেন ৪১ রান। জাডেজা করেন ১৬ রান। অশ্বিন করেন মাত্র ৭ রান। শামি তিনটি বাউন্ডারির সাহায্য করেন ১৩ রান। ইশান্ত ১ রান করে অপরাজিত থাকেন। বুমরাহ প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও কোনও রান করতে পারেননি।