মুন্না অগ্রবাল,বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের করোনা সেফ হাউস থেকে পালিয়ে গেল এক বিচারাধীন বন্দি। 


গতকাল রাতে সেফ হাউসের এর ঘুলঘুলি ভেঙে পুলিশ হেফাজতে থাকা ওই বন্দি পালিয়ে যায়। অভিযুক্ত ওই যুবকের নাম রবি প্রামাণিক। বাড়ি বালুরঘাটে পাওয়ার হাউজ এলাকায়।


গত ৬ তারিখ বালুরঘাটের স্টেডিয়াম মার্কেটে একটি রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের এটিএম ভাঙচুরের চেষ্টার অভিযোগে ১০ জুন রবি প্রামাণিক নামে ওই যুবককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। 


বালুরঘাট আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতে পাঠান বিচারক। কিন্তু আদালতে পাঠানোর সময় অভিযুক্তের মেডিক্যাল টেস্ট করা হলে তার রিপোর্ট করোনা পজেটিভ ধরা পড়ে। 


এরপরই পুলিশ বালুরঘাটের মঙ্গলপুরে অবস্থিত স্বাস্থ্য দফতরের তৈরি করোনা সেফ হাউসে পাঠায় যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেফ হাউসের সামনে পুলিশি প্রহরা সত্বেও, গতকাল রাতে অভিযুক্ত ওই যুবক সেফ হাউসের ঘুলঘুলি ভেঙে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে চিরুনি তল্লাশি শুরু করেছে।


বালুরঘাটের ডিএসপি (সদর) সোমনাথ ঝা জানান, এটিএম ভাঙচুরের চেষ্টার অভিযোগে ধৃত রবি প্রামাণিক এর করোনা পজিটিভ হওয়ায় তাকে সেফ হাউজে রাখা হয়েছিল। গতকাল রাতে ঘুলঘুলি ভেঙে অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে ধরার চেষ্টা করছে।