আমদাবাদ: ওয়ান ডে-তে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। ঈশান কিষাণও (Ishan Kishan) যখনই সুযোগ পেয়েছেন, ভরসা দিয়েছেন ব্যাট হাতে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে সেই ছন্দ দেখাতে পারছেন না গিল, ঈশানরা। রাহুল ত্রিপাঠিও (Rahul Tripathi) সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। আজ, বুধবার আমদাবাদে নিউজিল্যান্ডের (Ind vs NZ) বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচের আগে তিনজনের জন্য পরামর্শ দিলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর।


টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলে জায়গা পাকা করে নেওয়ার সুযোগ রয়েছে গিল, ঈশান, রাহুলের সামনে। জাফর বলেছেন, 'আগের দুই ম্যাচে কী হয়েছে সেটা ওদের ভুলে যেতে হবে। এরকম উইকেটে পরপর টি-২০ ম্যাচ খুব একটা হয় না। আমি নিশ্চিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের উইকেট আলাদা হবে। আগের দুটি ম্যাচ ভুলে যেতে হবে। যত তাড়াতাড়ি মাথা থেকে সেটা বার করে দেওয়া যায় তত ভাল। আমদাবাদে ম্যাচের আগে দু-একটা প্র্যাক্টিস সেশন পেয়েছে ওরা। তাতে পিচ নিয়ে একটা ধারণা ওরা পেয়ে যাবে। ওরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবে। মানসিকভাবে তরতাজা হয়ে মাঠে নামতে হবে ওদের।'


ভারত বনাম নিউজিল্যান্ডের চলতি টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হয়েছিল লখনউয়ের একানা স্টেডিয়ামে। সেই ম্যাচের পিচ নিয়ে বিতর্ক কম হয়নি। স্বয়ং ভারত অধিনায়ক হার্দিক পাণ্ড্য পিচকে জঘন্য বাইশ গজ বলে আখ্যা দিয়েছিলেন। ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামরেকে পিচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, পিচ প্রস্তুতকারক পিচ নিয়ে সবথেকে ভালো বলতে পারবেন। এবার একানার সেই পিচ বিতর্কে কার্যত জল‌ ঢেলে দিলেন সে দিনের ম্যাচে ভারতের নায়ক সূর্যকুমার যাদব। তাঁর দাবি, যে পিচেই খেলা হোক না কেন নিজের পারফরম্যান্সটাই আসল। পিচের আলাদা করে কোন গুরুত্ব নেই।


 






সূর্যকুমার বলেছেন, 'আমাদের ভাল খেলতে হবে। পিচ কেমন আচরণ করবে, তার ওপর তো আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে সেটা হল ম্যাচে নিজেদের সেরাটা দেওয়া। প্রস্তুতিতে ফাঁক না রাখা। পরিশ্রম করা। সেটাই করেছি। দুটো দলকে তো একই পিচে খেলতে হয়েছে।'


আরও পড়ুন: বিশ্বজয়ী শেফালিদের সংবর্ধনা দেবেন সচিন তেন্ডুলকর