নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মেলবোর্নে ভারত ও পাকিস্তানের (IND vs PAK) মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ বাড়ছে। ম্য়াচের আগে কে এগিয়ে, কে পিছিয়ে, সেই নিয়েও আলোচনা, যুক্তি, পাল্টাযুক্তি তুঙ্গে। এরই মধ্যে ভারত ও পাকিস্তানের ম্যাতের আগেই সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়ে বড় মন্তব্য় করলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক আমির সোহেল (Aamer Sohail)।
সূর্যকে নিয়ে চিন্তা নয়
আইসিসির ক্রমতালিক ভারতের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন সূর্য। অনেক বিশেষজ্ঞই মনে করছেন ভারত-পাকিস্তান ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন সূর্য। তবে সূর্যকুমারকে নিয়ে একেবারেই চিন্তিত নন আমির। তাঁর দাবি, 'পাকিস্তানের বোলিং আক্রমণ যতটা শক্তিশালী, সেই দিকটা বিচার করে আমার মতে পাকিস্তানই এগিয়ে। ভারতীয় দল নিঃসন্দেহে প্রতিভাবান। অনেকেই সূর্যকুমারের বিষয়ে বলছেন, তবে আমি পাকিস্তান অধিনায়ক হলে সেই নিয়ে বেশি চাপ নিতাম না। রোজ রোজ তো কেউ ভিভ রিচার্ডসের মতো ব্যাট করতে পারে না। ওরকম ওঁ একজনই ছিল। হ্যাঁ, তবে ভারতের হয়ে কোহলি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, রোহিত শর্মাও আছেন দলে।'
ভারতীয় দলকে এখনও পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপের মঞ্চে মাত্র একবারই হারিয়েছে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। গত মাসের এশিয়া কাপেও, ভারতীয় দল প্রথম রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও পরের রাউন্ডে পাকিস্তান জয় পায়। তাই কালকের ম্যাচের আগে কে এগিয়ে, কে পিছিয়ে, তা আগে থেকে বলা কিন্তু বেশ কঠিনই।
ম্যাচের আগে রোহিতের মন্তব্য
হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেন, 'আমি আলাদা করে চাপ অনুভব করছি না। কিন্তু এটাই ঠিক যে আইসিসির বড় বড় টুর্নামেন্টে ভাল পারফর্ম করার একটা কঠিন চ্যালেঞ্জ রয়েছে। এটা সত্যি যে আমরা আইসিসি টুর্নামেন্টে যেমন পারফরম্যান্স চেয়েছিলাম তেমনটা করতে পারিনি গত কয়েক বছরে। বিশেষ করে বড় ম্যাচগুলোতে। আমাদের কাছে বড় সুযোগ থাকছে এবার ভাল কিছু করার।' ভারত অধিনায়ক আরও বলেন, 'আইসিসির ট্রফি ৯ বছর ধরে জিততে পারিনি আমরা, এটা সত্যিই হতাশার। আমাদের কাছে অভিজ্ঞতার অভাব ছিল না। এই টুর্নামেন্ট আমাদের নিজেদের পারফর্ম্যান্সে উন্নতি করার সুযোগ করে দিয়েছে। আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। একটা করে ম্য়াচ নিয়েই ভাবতে হবে।'
আরও পড়ুন: