IND vs PAK Asia Cup 2022 Live: রিজওয়ানের ব্যাটে ভর করে রেকর্ড রান তাড়া করে জয় পাকিস্তানের

Asia Cup 2022, Match 8, IND vs PAK: গত রবিবারই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে একই মাঠে ম্যাচ জিতেছিল ভারতীয় দল।

abp ananda Last Updated: 04 Sep 2022 11:26 PM
IND vs PAK, Asia Cup LIVE: পাঁচ উইকেটে জিতল পাকিস্তান

পাঁচ উইকেটে ভারতকে হারাল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটিই পাকিস্তানের সর্বাধিক রান তাড়া করে জয়।

IND vs PAK Live: ১৯তম ওভারে উঠল ১৯ রান

১৯তম ওভারে ১৯ রান দিলেন ভুবনেশ্বর কুমার। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ৭ রান। 

IND vs PAK Live: ১৯তম ওভারে উঠল ১৯ রান

১৯তম ওভারে ১৯ রান দিলেন ভুবনেশ্বর কুমার। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ৭ রান। 

IND vs PAK, Asia Cup LIVE: ফিরলেন রিজওয়ান

বড় সাফল্য ভারতের। সেট মহম্মদ রিজওয়ানকে ৭১ রানে ফেরালেন হার্দিক পাণ্ড্য ১৪৭ রানে চতুর্থ উইকেট হারাল পাকিস্তান। রিজওয়ানের উইকেট কি ভারতকে ম্যাচে ফেরাতে পারবে? পাকিস্তানের ম্যাচ জিততে ১৮ বলে ৩৪ রানের প্রয়োজন।

IND vs PAK Live: ১৫ ওভারে পাকিস্তানের স্কোর ১৩৫/২

১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৩৫/২। দুরন্ত ব্যাট করছেন মহম্মদ নওয়াজ ও রিজওয়ান। ৫ ওভারে পাকিস্তানের জয়ের জন্য আর ৪৭ রান প্রয়োজন। হাতে রয়েছে আট উইকেট।

IND vs PAK, Asia Cup LIVE: রিজওয়ানের অর্ধশতরান

ভারতের বিরুদ্ধে মহম্মদ রিজওয়ানের দুরন্ত ফর্ম অব্যাহত। ৩৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন রিজওয়ান। ১৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ১০৭/২।


 

IND vs PAK Live: ভারতের দ্বিতীয় সাফল্য

ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন যুজবেন্দ্র চাহাল। ১৫ রানে ফেরালেন ফখর জামানকে। ৯ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৬৭/২।

IND vs PAK, Asia Cup LIVE: পাওয়ার প্লে শেষে পাকিস্তান ৪৪/১

পাওয়ার প্লের ৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪৪/১। বাবর আজমকে হারালেও দুরন্ত ছন্দে দেখাচ্ছে মহম্মদ রিজওয়ানকে।

IND vs PAK Live: বাবর আউট

বল হাতে নিয়েই টুর্নামেন্টে নিজের প্রথম ওভারেই ১৪ রানে বাবর আজমকে ফেরালেন রবি বিষ্ণোই। চতুর্থ ওভারে ২২ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান।

IND vs PAK, Asia Cup LIVE: প্রথম ওভারে ৯

চার মেরে ইনিংস শুরু করল পাকিস্তান। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে উঠল ৯ রান।

IND vs PAK Live: ১৮১ রান তুলল ভারত

নির্ধারিত ২০ ওভারে ১৮১/৭ করল ভারত। বিরাট কোহলি দুই বল বাকি থাকতে ৬০ রানে আউট হলেও, ইনিংসের শেষ দুই বলে নেমেই দুইটি চার মারেন রবি বিষ্ণোই।

IND vs PAK, Asia Cup LIVE: ছয় মেরে অর্ধশতরান কোহলির

ছক্কা হাঁকিয়ে ৩৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন বিরাট কোহলি। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৬৪/৫।

IND vs PAK Live: পন্থের পর ফিরলেন পাণ্ড্য

পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে ব্যাট হাতে দলকে ম্যাচ জিতিয়ে ফিরেছিলেন, এই ম্যাচে শূন্য রানেই আউট হয়ে ফিরলেন হার্দিক পাণ্ড্য। আবারও পরপর দুই ওভারে দুই উইকেট হারাল ভারত। ১৩১ রানে চতুর্থ উইকটে হারাল ভারত

IND vs PAK, Asia Cup LIVE: পন্থ আউট

১৪ রান করেই সাজঘরে ফিরলেন ঋষভ পন্থ। ১২৬ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।

IND vs PAK Live: ১০০ রান পূর্ণ ভারতের

১১ ওভারে তিন উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করল ভারতীয় দল। বর্তমান স্কোর ১০১/৩। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ।

IND vs PAK, Asia Cup LIVE: পরপর ফিরলেন রোহিত-রাহুল

ভারতের হয়ে শুরুটা দারুণভাবে করলেও, পরপর ওভারে ফিরলেন দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল। দুইজনেই ২৮ রান করেন। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৭১/২।

IND vs PAK Live: ৫০ রানের গণ্ডি পেরোল ভারত

মাত্র ২৬ বলেই বিনা উইকেটে ৫০ রানের গণ্ডি পার করে ফেলল ভারতীয় দল। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৫৪/০।

IND vs PAK, Asia Cup LIVE: ছন্দে রোহিত

প্রথম ওভারেই ভাল ছন্দে দেখাল রোহিত শর্মাকে। নাসিম শাহের বিরুদ্ধে একটি চার ও একটি ছয় হাঁকালেন তিনি। ওভারে উঠল ১১ রান।

IND vs PAK Live: রোহিতের কৃতিত্বে ভাগ বসাতে পারেন বিরাট

আজকের ম্যাচে তিনটি ছক্কা হাঁকালেই রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি ছয় মারার নজির গড়বেন বিরাট কোহলি।

IND vs PAK, Asia Cup LIVE: দুই দলেই বদল

ভারতীয় দল থেকে বাদ পড়লেন দীনেশ কার্তিক। চোটের জন্য নেই রবীন্দ্র জাডেজা, আবেশ খান। সুযোগ পেলেন রবি বিষ্ণোই, দীপক হুডা। ফিরলেন হার্দিক পাণ্ড্য। শাহনওয়াজ দাহানির বদলে পাকিস্তান দলে সুযোগ পেলেন মহম্মদ হাসনাইন।

IND vs PAK Live: টসে জিতল পাকিস্তান

পাকিস্তান অধিনায়ক বাবর আজম টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। 

IND vs PAK, Asia Cup LIVE: চোট সমস্যায় জেরবার দুই দল

রবীন্দ্র জাডেজা এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন, আবেশ খানেরও আজ খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অপরদিকে, পাকিস্তানের তরুণ পেসার শাহনওয়াজ দাহানিও এই ম্যাচে চোটের কারণে নামতে পারছেন না।

IND vs PAK Live: গত ম্যাচের ফলাফল

পাকিস্তানের ১৪৭ রানের জবাবে ভারতীয় দল পাঁচ উইকেটে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ জিতে নিয়েছিল। হার্দিক পাণ্ড্য বল হাতে তিন উইকেটের পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৩৩ রান করে দলকে জিতিয়েছিলেন। 

IND vs PAK, Asia Cup LIVE: হেড-টু-হেড রেকর্ড

টি-টোয়েন্টিতে ১০ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেখানে ভারত আট বারই জয় পেয়েছে।

প্রেক্ষাপট

দুবাই: গত রবিবারই গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। সেই টানটান ম্যাচে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। আজ আরও একবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এবার সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি দল।


এশিয়া কাপে (Asia Cup 2022) এখনও পর্যন্ত মোট ৯ বার পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি দুই দল মুখোমুখি হয়েছে মোট ১০ বার। তার মধ্যে আটবারই জয় এসেছে ভারতের ভাগ্যে। এবার সেই সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার পালা। অবশ্য এই ম্যাচের আগে দুই দলকেই চিন্তায় ফেলেছে দলের চোট সমস্যা। পাকিস্তানের তরুণ বোলার শাহনওয়াজ দাহানি চোটের জেরে এই ম্যাচে তো খেলতে পারছেনই না, সম্ভাবনা রয়েছে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার। অপরদিকে, এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও।


ডান হাঁটুর চোটে এশিয়া কাপে নেই জাডেজা। ভারতীয় অলরাউন্ডার দলের ভারসাম্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর দলে না থাকায় টিম ইন্ডিয়াকে প্রথম একাদশে একাধিক বদল করতে হতে পারে। অবশ্য গত ম্যাচে না খেললেও পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাচ সেরা হওয়া হার্দিক পাণ্ড্য এই ম্যাচের জন্য দলে ফিরতে পারেন। তাঁর প্রত্যাবর্তন ভারতীয় দলের জন্য একটা ইতিবাচক দিক বটে। এবার দেখার দুই দলের চোট সমস্যা ম্যাচে আদৌ প্রভাব ফেলে কি না এবং ফেললেও দুই দল তা কীভাবে সামাল দেয়। তবে এটুকু নিশ্চিত থাকে যেতে পারে, যে দুই দলের কেউই একে অপরকে এক চুলও জমি ছেড়ে দেবে না। তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে আবারও হাড্ডাহাড্ডি এক লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.