IND vs PAK LIVE Score: কোহলির অনবদ্য অর্ধশতরানে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল ভারত

IND vs PAK T20 World Cup 2022 LIVE: আংশিক মেঘলা আকাশ থাকলেও এদিন সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। এমনকী রোদের দেখাও মিলেছে মেলবোর্নের আকাশে। 

ABP Ananda Last Updated: 23 Oct 2022 05:24 PM
IND vs PAK LIVE Score: চার উইকেটে জিতল ভারত

অপরাজিত অর্ধশতরানে ভারতকে জয় এনে দিলেন কোহলি। চার উইকেটে জিতল ভারত। 

IND vs PAK LIVE Score: অর্ধশতরান বিরাট কোহলির

৪৩ বলে অর্ধশতরান পূরণ করলেন বিরাট কোহলি। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১২৯/৪। জয়ের জন্য আর ৩১ রান প্রয়োজন।

IND vs PAK LIVE: ৫ ওভারে ভারতের দরকার ৬০ রান

১৫ ওভার শেষে ভারতের স্কোর ১০০/৪। শেষ পাঁচ ওভারে ভারতের জয়ের জন্য আর ৬০ রানের প্রয়োজন।  

IND vs PAK LIVE Score: নওয়াজের ওভারে তিন ছক্কা

১২তম ওভারে মহম্মদ নওয়াজের বিরুদ্ধে তিন ছক্কা হাঁকাল ভারত। ওভারে উঠল ২০ রান। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৭৪/৪।

IND vs PAK LIVE: অর্ধশতরানের গণ্ডি পার করল ভারত

১১তম ওভারে অর্ধশতরানের গণ্ডি পার করল ভারতীয় দল। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৫৪/৪। 

IND vs PAK LIVE Score: রান আউট অক্ষর

ভুল বোঝাবুঝির শিকার, দুই রানে রান আউট হয়ে ফিরলেন অক্ষর পটেল। ৩১ রানেই ভারতের চতুর্থ উইকেটের পতন হল। 

IND vs PAK LIVE: ব্যর্থ সূর্যকুমারও

চার মারের পরের বলেই আউট সূর্যকুমার। দ্বিতীয় সাফল্য পেলেন হ্যারিস রউফ। ১৫ রানে আউট হলেন সূর্যকুমার। পাওয়ার প্লের ছয় ওভার শেষে ভারতের স্কোর ৩১/৩।

IND vs PAK LIVE Score: ফিরলেন রোহিতও

রাহুলের পর ৪ রানেই ফিরলেন রোহিত শর্মা। ১০ রানের দ্বিতীয় উইকেচ হারাল ভারত। 

IND vs PAK LIVE: রাহুলকে ফেরালেন নাসিম

৪ রানে আউট হলেন রাহুল। দ্বিতীয় ওভারে ৭ রানে প্রথম উইকেট হারাল ভারত। নাসিম শাহ ফেরালেন রাহুলকে। 

IND vs PAK LIVE Score: ভারতের জিততে চাই ১৬০

১৫৯ রানে আটকে গেল পাকিস্তান। ভারতের জয়ের জন্য দরকার ১৬০।

IND vs PAK LIVE: শাহিন আফ্রিদিকে ফেরালেন ভুবনেশ্বর কুমার

নিজের চতুর্থ ওভারে শাহিন আফ্রিদিকে ফেরালেন ভুবনেশ্বর কুমার।

IND vs PAK LIVE Score: অর্ধশতরান মাসুদের

অর্ধশতরান হাঁকালেন শান মাসুদ। 

IND vs PAK LIVE: তৃতীয় শিকার অর্শদীপের

পাকিস্তানের সপ্তম উইকেটের পতন। ১৭ ওভার শেষে ১২২ রান বোর্ডে তুলল পাকিস্তান। তৃতীয় শিকার অর্শদীপের।

IND vs PAK LIVE Score: একই ওভারে ২ উইকেট হার্দিকের

পরপর ২ উইকেট তুলে নিলেন হার্দিক পাণ্ড্য। ১০০ রান বোর্ডে তুলতেই পাঁচ উইকেট খোয়ালো পাকিস্তান।

IND vs PAK LIVE: আউট ইফতিকার

অর্ধশতরানের পরই মহম্মদ শামির বলে লেগবিফোর হয়ে ফিরলেন ইফতিকার আহমেদ।

IND vs PAK LIVE Score: পাকিস্তানের স্কোর ৯.২ ওভারে ৫৩/২

৯.২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৩ রান বোর্ডে তুলল পাকিস্তান। 

IND vs PAK LIVE: আউট রিজওয়ান

পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন। অর্শদীপ সিংহের বলে আউট মহম্মদ রিজওয়ানও।

IND vs PAK LIVE Score: আউট বাবর

দ্বিতীয় ওভারেই ধাক্কা, খাতা খোলার আগেই ফিরে গেলেন বাবর। 

IND vs PAK LIVE: টস জিতে ফিল্ডিং রোহিতের

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

IND vs PAK LIVE Score: পাক বোলারদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রোহিতরা

রোহিত শর্মা ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ''আমরা জানি পাক বোলাররা চ্যালেঞ্জের মুখে ফেলবে। তবে আমরাও তৈরি।''

IND vs PAK LIVE: মধুর প্রতিশোধের সুযোগ টিম রোহিতের সামনে

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেই হেরে গিয়েছিল ভারতীয় দল। বাবর বাহিনী ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল বিরাটের দলকে।

IND vs PAK LIVE Score: আজ মুখোমুখি ভারত বনাম পাকিস্তান

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। 

প্রেক্ষাপট

মেলবোর্ন: আজ মেলবোর্নে সুপার ডুয়েল। ২২ গজে ফের ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ। কিন্তু আদৌ কি পুরো ওভার খেলা হবে? অস্ট্রেলিয়ার (Australia) বিভিন্ন প্রান্তে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। যা কিছুটা চিন্তায় ফেলে দিয়েছিল সবাইকে। মেগা ইভেন্টে এত হাইভোল্টেজ ম্যাচ। কিন্তু সেই ম্যাচ যদি ভেস্তে যায়, তা নিয়েই আশঙ্কা ছিল। তবে কিছুটা খুশির খবর সমর্থকদের জন্য। আংশিক মেঘলা আকাশ থাকলেও এদিন সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। এমনকী রোদের দেখাও মিলেছে মেলবোর্নের আকাশে। 


অভিনব উপায়ে স্বাগত


টিম ইন্ডিয়ার অনুরাগীরা মেলবোর্নের রাস্তায় ভারতীয় তারকাদের ছবি এঁকে তাদের বিশ্বকাপের জন্য মেলবোর্নে স্বাগত জানালেন। ছবিতে ভারতীয় দলের তিন জনপ্রিয় তারকা এবং মেলবোর্ন মাঠ দেখা যাচ্ছে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে এই ছবিতে দেখা যাচ্ছে। মেলবোর্ন শহরের সরকারি ট্যুইটার হ্যান্ডেলে এই ছবি দেখা গিয়েছে। শুধুমাত্র রাস্তায় বিরাটদের ছবি এঁকেই নয়, মেলবোর্নে ভারতীয় দল ঘিরে এমনিও উন্মাদনার কোনও কমতি নেই।


অনুশীলনে ভিড়








- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.