দুবাই: প্রতিশোধের ম্যাচ। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। আজ আরও একবার বাবর আজমের দলের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এবার অবশ্য বিরাট কোহলি নয়। ভারতীয় দলের নেতৃত্বে রয়েছে রোহিত শর্মা। অন্যদিকে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। 


আজকের ম্যাচ


আজ এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান লড়াই


কোথায় হবে খেলা?


দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হবে


কখন শুরু হবে ভারত-পাকিস্তান লড়াই?


ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে শুরু ভারত-পাক মহারণ


কোন চ্যানেলে সম্প্রচার হবে?


স্টার স্পোর্টসে দেখা যাবে এই ভারত-পাক মহারণ


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে হটস্টারে ও জিও টিভিতে লাইভ সম্প্রচার হবে এই খেলা


দলের সঙ্গে যোগ দিলেন রাহুল দ্রাবিড়


কোভিড থেকে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছেন। কয়েকদিন আগে কোভিড আক্রান্ত হন দ্রাবিড়। বেঙ্গালুরুর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড ভেবেছিল সম্পূর্ণ সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে দ্রাবিড়ের কিছুটা সময় লাগবে। তাই অন্তর্বর্তী কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নাম ঘোষণা করা হয়। সেই মত ভারতীয় দলের সঙ্গেই ছিলেন তিনি। তবে এবার কোভিড নেগেটিভ হয়ে দ্রাবিড় দলে যোগ দিতেই অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ বেঙ্গালুরুতে ফিরে এসেছেন। 


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই একই ময়দানে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেইবার ১০ উইকেটে ভারতকে পর্যদুস্ত করেছিল টিম ইন্ডিয়া। এ বার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার হাতছানি। তবে অতীতের কথা একেবারেই মনে রাখতে চান না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সাংবাদিক সম্মেলনে ম্যাচের আগের দিন বলেন, 'আগে যা হয়েছে, তা অতীত। আমরা এখন এক একটি ম্যাচ করে সামনের দিকে এগোতে চাই। সেই দিকেই আমাদের নজর। দলের সকলেই এই ম্যাচের জন্য ফুটছে। আমরা অবশ্য এখনও ম্যাচের একাদশ নির্ধারণ করিনি। আমরা পিচ দেখে তবেই শেষমেশ দল ঘোষণা করব।' 


আরও পড়ুন: বাবরদের বিরুদ্ধে বিশ্বকাপে হারের বদলা কি নিতে পারবে ভারত? কখন, কোথায় দেখবেন ম্যাচ?