Share Market On Monday: রাত পোহালেই সেই মুহূর্ত। সোমবার ভারতীয় শেয়ার বাজারে ধসের আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা। যা ঘিরে ইতিমধ্য়েই বিনিয়োগকারীদের মনে তৈরি হয়েছে আতঙ্ক।


Stock Market Update: কেন এই আতঙ্ক বাজারে ?


মূলত, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের সতর্কবার্তায় ভয়ে কাঁপছে ভারতীয় শেয়ার বাজার।ফেড ব্যাঙ্কের চেয়ারম্যান জেরম পাওয়াল জানিয়েছেন, মার্কিন মুদ্রাস্ফীতি কমাতে রেপো রেটের হার অনেকটাই বাড়াবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এরপরই শুক্রবার ধস নামে মার্কিন শেয়ার বাজারে। ডাও জোনস নেমে যায় তিন শতাংশের নিচে। ৩.৭৪ শতাংশ তলানিতে নামে ন্যাসড্যাক। যার ফলে আতঙ্ক তৈরি হয়েছে ভারতীয় শেয়ার বাজারে। সোমবার নিফটি , সেনসেক্স 'রক্তাক্ত' হতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা।


Share Market On Monday: কী বলছে মার্কিন শেয়ার বাজার ?


ফেড চেয়ারম্যান জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার কমাতে রেপো রেটের হার বৃদ্ধি জারি থাকবে। যা শুনেই ভেঙে পড়ে মার্কিন বাজার। সবথেকে বড় চিন্তা আইটি শেয়ার নিয়ে। বাজার বিশেষজ্ঞদের ধারণা , এই স্টকগুলিতেই ধস নামার আশঙ্কা বেশি।টিসিএস, ইনফোসিস ছাড়াও বড় কোম্পানিগুলিতেও নামতে পারে এই ধস।


Stock Market Update: কী বলছে বাজার বিশেষজ্ঞরা ?


তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাজারের মতো ধস নাও নামতে পারে ভারতীয় শেয়ার বাজারে। দেশে মুদ্রাস্ফীতির হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে।যদিও এই নিয়ে আশ্বস্ত হতে পারছেন না বিনিয়োগকারীরা। সোমবার গ্যাপ ডাউন ওপেনিং শুরু হতে পারে বাজারে।সোমবার স্টপ লস ব্যবহার করতে হবে নিয়ম মেনে। অন্যথায় ভুগতে হতে পারে বিনিয়োগকারীদের। 


Trading Tips Share Market: আজকের যুগে শেয়ারবাজারে অনেক উত্থান-পতন চলছে। এই পরিস্থিতিতে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করলে খুব সতর্ক থাকতে হয় আমানতকারীকে। পাশাপাশি পুঁজিবাজারের ওপর কড়া নজর রাখতে হবে তাঁকে। শেয়ার বাজারে ট্রেডিং করার ক্ষেত্রে এই বিষয়গদিলি মাথায় রাখলে লোকসানের মুখ দেখতে হবে না আপনাকে। 


১ শেয়ার কেনা ও ট্রেড করার আগে আপনার গবেষণা করা উচিত। 
২ এটি আপনাকে কোন মূল্যে আপনার স্টক বিক্রি বা স্কোয়ার অফ করতে হবে তা সহজ করে তুলবে৷


৩ শেয়ার বাজার থেকে অর্থ উপার্জন করতে হলে অবশ্যই নিজের স্টকের ওপর হিসেব-নিকেশ করতে হবে। 
৪ বাজারের ওঠা-নামার প্রবণতার বিষয়টি আগে বুঝে নিন। সেখানে সংকেত পেলেই ট্রেড করুন। 
৫ একটি আর্থিকভাবে শক্তিশালী কোম্পানিতে বিনিয়োগ করা সবসময় একটি ভাল সিদ্ধান্ত।


আরও পড়ুন : SBI Whatsapp Banking: স্টেটব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং শুরু, এইভাবে দেখুন ব্যালেন্স,মিনি স্টেটমেন্ট