মুম্বই: বিশ্বকাপে ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ মানেই শুরু হয়ে যাবে দুই দেশের সমর্থকদের বাকযুদ্ধ। কখনও মওকা মওকা গানের সঙ্গে দু'দেশের সমর্থকদের রেষারেষি তুলে ধরা হবে। কখনও আবার আসরে নেমে পড়বেন প্রাক্তন ক্রিকেটারেরা।


ঠিক যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তান-বধের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় বইয়ে দিয়েছেন বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) ও হরভজন সিংহ (Harbhajan Singh)। সহবাগ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের এক সমর্থক মেলবোর্নের শেষ বলে ভারতের জয় নিশ্চিত হয়ে যেতেই টিভিতে লাথি মেরে ভেঙে ফেলছেন।


সহবাগ যে ভিডিওটি শেয়ার করে খোঁচা দিয়ে লিখেছেন, 'আমরা তো দীপাবলিতে বাজি ফাটাই। আপনারা টিভি ফাটাচ্ছেন। শান্ত হোন প্রতিবেশীরা। কোনও কারণ ছাড়াই টিভি ভাঙলেন। আরে না বন্ধু, টিভির কী দোষ'।


সহবাগের সেই ভিডিও রিট্যুইট করেছেন ভাজ্জি। সঙ্গে লিখেছেন, 'লোকে আতসবাজি ফাটায়, এই ভদ্রলোক টিভি ফাটাচ্ছেন'।


 






কোহলিকে নিয়ে মুগ্ধতা


শেষ ২ ওভারে ভারতের তখনও ম্যাচ জিততে বাকি ছিল ৩১ রান। বোলার ছিলেন হ্যারিস রউফ। যিনি তার আগে পর্যন্ত বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন।


১৯তম ওভারের শেষ দুই বলে রউফকে পরপর দুটি ছক্কা মারেন বিরাট কোহলি (Virat Kohli)। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। ভারতীয় শিবির বিশ্বাস করতে শুরু করে যে, পাকিস্তানকে হারিয়ে এই ম্যাচ জেতা সম্ভব।


রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারানোর পর কোহলিকে নিয়ে জয়োধ্বনি। সতীর্থ হার্দিক পাণ্ড্য কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত। বলেই দিলেন যে, রউফকে ওইরকম ছক্কা একমাত্র কোহলিই মারতে পারেন।


বোর্ডের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক বলেছেন, 'আমি খুব খুঁটিয়ে দেখেছি ওই দুটো শট। আমি নিজে প্রচুর ছক্কা মেরেছি। তবে ওই দুটো ভীষণ স্পেশ্যাল। আমরা উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমি এত ক্রিকেট খেলেছি, এরকম ছক্কা মারিনি। মনে হয় না মিস্টার কোহলি ছাড়া কেউ ওরকম ছক্কা মারতে পারত।'


 টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাক-বধের নায়ক তিনি। রবিবার তাঁর অপরাজিত ৮২ রানের ইনিংস দেখে গোটা বিশ্বে তাঁর নামে উঠছে জয়োধ্বনি। সেই বিরাট কোহলি অবশ্য জানিয়ে দিলেন, তিনি ক্রিজে গিয়ে বেশ চাপে ছিলেন। বরং ভয়ডরহীনভাবে ব্যাটিং করছিলেন সতীর্থ হার্দিক পাণ্ড্যই।


রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ভারত। মাত্র ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে খেলা ঘুরিয়ে দেয় কোহলি-হার্দিকের জুটি। পঞ্চম উইকেটে মাত্র ৭৮ বলে ১১৩ রান যোগ করেন দুই তারকা। হার্দিক আউট হলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি।