নয়াদিল্লি: আজ নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে (IND vs SA 3rd ODI) মাঠে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে কার্যত উড়ে গেল প্রোটিয়া ব্যাটিং। শতরানের গণ্ডিও টপকাতে পারল না দক্ষিণ আফ্রিকা দল। ৯৯ রানেই অল আউট হয়ে গেলেন ডেভিড মিলাররা। ভারতের হয়ে চার উইকেটে নিয়ে সফলতম বোলার কুলদীপ যাদব (kuldeep Yadav)।
ডি ককের ব্যর্থতা
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শিখর ধবন। তেম্বা বাভুমা এই ম্যাচের আগেও ফিট হতে পারেননি। গত ম্যাচে প্রোটিয়া দলকে নেতৃত্ব দেওয়া কেশব মহারাজও এদিন একাদশে ছিলেন না। তাই দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথমবার অধিনায়কত্ব করতে দেখা যায় ডেঙিড মিলারকে। প্রথমে ব্যাটে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা একেবারেই ভাল হয়নি। কুইন্টন ডি ককের হতাশাজনক সফর অব্যাহত থাকে। মাত্র ছয় রানেই তিনি আউট হন। জানেমন মালান (১৫), রিজা হেন্ডরিক্সও (৩) অল্প রানেই সাজঘরে ফেরেন। গত ম্যাচে দারুণ ইনিংস খেলা এইডেন মারক্রামও (৯) ব্যর্থ হন।
স্পিন জাল
৫০ রানের আগেই চার উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় প্রোটিয়া দল। হেনরিখ ক্লাসেন দলের হয়ে কিছুটা রুখে দাঁড়ান। ৩৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তবে ক্লাসেনও শাহবাজের শিকার হন। ক্লাসেন আউট হতে আর বেশিদূর এগোতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষের দিকে মার্কো জানসেনও ১৪ রান করেন। তবে ৯৯ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। মাত্র ছয় রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুলদীপ যাদবের স্পিনে কুপোকাত হয় প্রোটিয়াদের লোয়ার মিডল অর্ডার। কুলদীপের পাশাপাশি বাংলার শাহবাজ এবং ওয়াশিংটন সুন্দর দুইটি করে উইকেট নেন। মহম্মদ সিরাজও সমসংখ্যক উইকেট পেয়েছেন।
আরও পড়ুন: বিসিসিআই সভাপতির পদ হারাচ্ছেন সৌরভ, নতুন সভাপতি হচ্ছেন রজার বিনি?