IND vs SA Live: খলনায়ক বৃষ্টি, ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি

India vs South Africa: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ দল মোট ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩ বার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১০ বার প্রোটিয়ারা জিতেছে। ১টি ম্য়াচ অমীমাংসিত ছিল।

ABP Ananda Last Updated: 10 Dec 2023 09:32 PM
IND vs SA Live: বৃষ্টিতে ভেস্তেই গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি

শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেস্তেই গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার।

IND vs SA Live Score: ডারবানে ম্যাচ শুরু করা নিয়ে সংশয় কাটল না

ডারবানে ম্যাচ শুরু করা নিয়ে সংশয় কাটল না। এখনও চলছে বৃষ্টি। পিচ ঢাকা রয়েছে কভারে।

IND vs SA Live Score: কিংসমিডে এখনও চলছে বৃষ্টি

কিংসমিডে এখনও চলছে বৃষ্টি। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ এখনও শুরু করা গেল না।

India vs South Africa Live: মুখোমুখি সাক্ষাতে এগিয়ে ভারত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ দল মোট ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩ বার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১০ বার প্রোটিয়ারা জিতেছে। ১টি ম্য়াচ অমীমাংসিত ছিল।

IND vs SA Live: পিছিয়ে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচের টস

ডারবানে বৃষ্টি। পিছিয়ে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টস। দেরিতে শুরু হবে ম্যাচ।

প্রেক্ষাপট

ডারবান: আজ থেকে প্রোটিয়া (India vs South Africa) সফর শুরু করছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিশ্বকাপের ফাইনালে হারের পর অজিদের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) জিতেছিল টিম ইন্ডিয়া। সেই সিরিজে নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদব। এবার ফের একবার সূর্যকুমারের (Suryakumar Yadav) নেতৃত্বেই আজ থেকে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। অন্যদিকে এইডেন মারক্রামের নেতৃত্বে খেলবে দক্ষিণ আফ্রিকা শিবির।


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ দল মোট ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩ বার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১০ বার প্রোটিয়ারা জিতেছে। ১টি ম্য়াচ অমীমাংসিত ছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দল মোট ৭ ম্যাচ খেলে তার মধ্যে ৫টি ম্য়াচে জিতেছে ও ২টো ম্য়াচ হেরেছে।                                             


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারলেও, ঠিক পরপরই তাদের হারানোটা দলকে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে। মত সূর্যর। গতকাল প্রথম টি-টোয়েন্টির আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'বিশ্বকাপে হারাটা খুবই হতাশাজনক ছিল এবং সেটা এত সহজে ভুলে যাওয়াও সম্ভব নয়। তবে ভিন্ন ফর্ম্যাটে হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জয়টা কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।' অধিনায়ক সূর্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের সকলকে নির্ভীক ক্রিকেট খেলার পরামর্শই দিয়েছেন বলে জানান। তিনি বলেন, 'খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামনে এগিয়ে এসে নির্ভীক ক্রিকেট খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই ধরনের ক্রিকেটটাই দরকার। আমি ওদের বলেছি, বেশি ভাবনাচিন্তা না করে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওরা যেমনটা খেলে, তেমনভাবেই এখানেও যেন খেলা চালিয়ে যায়।'                                                                    


সাদা বলের সিরিজ়ে বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন রোহিত শর্মা। তাঁকে বিশ্রাম দেওয়াও হয়েছে। সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যও চোটের কবলে, তাই সূর্যই দলকে টি-টোয়েন্টি সিরিজ়ে নেতৃত্ব দেবেন। তিনি কিন্তু নতুন দায়িত্ব বেশ উপভোগই করছেন বলে জানান সূর্যকুমার যাদব।                                         

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.