সেঞ্চুরিয়ন: এক-আধ নয়, দীর্ঘ ৩১ বছর। দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মাটিতে তিন দশকেরও বেশি সময় ধরে টেস্ট ম্যাচ খেলছে ভারতীয় দল। কিন্তু কোনওবার সিরিজ জয়ের মুখ দেখেনি টিম ইন্ডিয়া। অধিনায়ক বদলেছে, দল বদলেছে, বদলে গিয়েছে কোচিং স্টাফ। ফলাফল সেই একই থেকে গিয়েছে। 


শুরুটা সেই ১৯৯২ সালে। এবার নবমবারের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে ভারতীয় দল। এবার কি টেস্ট সিরিজের কোহিনূর ছিনিয়ে আনতে পারবেন রোহিত শর্মারা (Rohit Sharma)? দেশের মাটিতে বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত এখনও দগদগে ভারতীয় শিবিরের মনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচের পর এই প্রথম মাঠে নামবেন রোহিত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সিরিজ জয়ের অভিযানকে অনেকে 'ফাইনাল ফ্রন্টিয়ার' বলে দেগে দিয়েছেন। সেই যুদ্ধে কি শেষ হাসি হাসতে পারবেন হিটম্যান?


দক্ষিণ আফ্রিকার মাটি থেকে তিনটি মাত্র দেশ টেস্ট সিরিজ জিতেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ভারত তো বটেই, এমনকী, পাকিস্তান, নিউজ়িল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশও কখনও প্রোটিয়াদের দেশে টেস্ট সিরিজ জেতেনি। যদিও সেই রেকর্ডে স্বস্তি খুঁজবে, ভারতীয় শিবিরের মানসিকতা এখন সেরকম নেই। বরং হিসেব পাল্টে দিতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।  


দক্ষিণ আফ্রিকার মাটিতে আটটি টেস্ট সিরিজ খেলেছে ভারত। তার মধ্যে সাতটিই হেরেছে। একমাত্র ২০১০-১১ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে জেতার পর কিংসমিডে দ্বিতীয় টেস্টে জিতে সমতা ফিরিয়েছিল ভারত। নিউল্যান্ডসে তৃতীয় টেস্ট ও সিরিজ ড্র হয়েছিল।


দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৩ টেস্ট খেলে মাত্র চারটিতে জিতেছে ভারত। প্রোটিয়া ভূমে ভারতের জয়ের হার মাত্র ১৭.৩৯ শতাংশ। একমাত্র অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের মাটিতে ভারতের জয়ের হার এর চেয়ে কম। আগামী ১৩ দিনে কি সেই হিসেপ পাল্টাতে পারবেন রোহিত-বিরাট কোহলিরা?


তবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচের প্রথম দুদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।


সেঞ্চুরিয়নের বাইশ গজ বোলারদের যেমন সাহায্য করবে, ব্যাটাররাও স্ট্রোক খেলতে পারবেন। কারণ, বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে। তবে খোলা মাঠ হওয়ায় সারাদিন হাওয়া চলে এবং বল স্যুইং করে। বাউন্সের বিরুদ্ধে দৃঢ়তা দেখালেও স্যুইংয়ের বিষে ভারতীয় ব্যাটিং বারবার সমস্যায় পড়েছে। তাই জেরাল্ড কোয়েৎজ়ে-মার্কো জানসেনদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ভারতের ব্যাটিংয়ের। শুভমন গিল, শ্রেয়স আইয়াররা উপমহাদেশের পিচে রান পেলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের টেকনিক আরও ঘষামাজা করতে হবে। কোচ রাহুল দ্রাবিড় সকলকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে বলেছেন। পাশাপাশি স্বীকার করে নিয়েছেন যে, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


আরও পড়ুন: ভাল কিছুর জন্য প্রথম পদক্ষেপ, কুস্তি সংস্থা বরখাস্ত হতেই উচ্ছ্বসিত সাক্ষী



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে