Ind vs SA, 2nd T20 Live Blog: মিলারের-ডি ককের অনবদ্য লড়াই সত্ত্বেও, সিরিজ জিতল ভারত

IND vs SA, 2nd T20, Barsapara Stadium: আজ জিতলেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নেবে ভারতীয় দল।

ABP Ananda Last Updated: 02 Oct 2022 11:14 PM

প্রেক্ষাপট

গুয়াহাটি: তিরুঅনন্তপুরমে প্রথম ম্যাচে আট উইকেটে দুরন্ত জয়ের পর, আজ গুয়াহাটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। আজ জিতলেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নেবে...More

IND vs SA, 2nd T20 Live: ১৬ রানে ভারতের জয়

মিলার-ডি ককের দুরন্ত লড়াই কাজে দিল না। ২২১ রান তুললেও ১৬ রানে ম্যাচ হারে প্রোটিয়ারা। মিলার ১০৬ ও ডি কক ৬৯ রানে অপরাজিত থাকেন। এই প্রথম ভারেতর মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।