গুয়াহাটি: ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ, রবিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে (IND vs SA 2nd T20I) গুয়াহাটিতে মুখোমুখি হচ্ছে। সিরিজে ১-০ এগিয়ে আছে ভারতীয় ক্রিকেট দল। তিরুঅনন্তপুরমে দাপুটে মেজাজে আট উইকেটে প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভারতীয় দল। আজকের ম্যাচ জিতলেই তিন ম্যাচের সিরিজ নিজেদের নামে করে ফেলবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে কেমন হতে পারে ভারতীয় একাদশ?


বোলিং আক্রমণে বদল?


গত ম্যাচে চোটের কারণে জসপ্রীত বুমরা খেলতে পারেননি। এই ম্যাচের আগেই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বুমরা শুধু প্রথম ম্যাচ নয়, গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। তার বদলে নির্বাচকরা মহম্মদ সিরাজকে বেছে নিয়েছেন। সিরাজ গতকাল অনুশীলনও করেছেন। তবে খুব হেরফের না হলে, ভারতীয় বোলিং আক্রমণে অন্তত এই ম্যাচে কোনওরকম বদল হওয়ার সম্ভাবনা কম। গত ম্যাচে প্রোটিয়াদের মাত্র ১০৬ রানেই সীমাবদ্ধ রেখেছিলন ভারতীয় বোলাররা। নতুন বলে অর্শদীপ সিংহ ও দীপক চাহার দুর্দান্ত বল করেছিলেন।


অর্শদীপ তিন ও দীপক দুই উইকেট নিয়ে নয় রানের মধ্যেই প্রোটিয়াদের পাঁচ উইকেট ফেলে দেন। তাই বোলিং আক্রমণে তেমন বদলের প্রয়োজনও নেই। হর্ষল পটেলের ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, জসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমারের অনুপস্থিতিতে হর্ষল সম্ভবত খেলবেন। রবিচন্দ্রন অশ্বিনের বদলে যুজবেন্দ্র চাহালের সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা থাকলেও, হয়তো আরেকটি ম্যাচ খেলিয়ে অশ্বিনকে পরখ করে নিতে চাইবে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। গত ম্যাচে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক দুইজনেই খেলেছিলেন বটে।


তবে ভারতীয় দলে দুই কিপারের বদলে একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) খেলানোর সুযোগ আছে। অবশ্য পন্থ ও কার্তিকের ভূমিকা এই ভারতীয় দলে ভিন্ন। পন্থ মিডল অর্ডার ব্যাটার ও দলের প্রথম ছয়ে একমাত্র বাঁ-হাতি বিকল্প। অপরদিকে, দীনেশ কার্তিকের কাঁধে বর্তমানে ভারতের হয়ে ম্যাচ ফিনিশ করার দায়িত্ব থাকে। তাই দুইজনকেই কিন্তু অনায়াসেই একসঙ্গে দলে খেলিয়ে যাওয়া যায়। উপরন্তু, ফিল্ডার কার্তিকও কিন্তু দারুণ। তাই শ্রেয়সকে সম্ভবত সুযোগ পেতে অপেক্ষাই করতে হবে। অপেক্ষা করতে হবে বাংলার শাহবাজ আহমেদকেও। বাঁ-হাতি স্পিনার তথা অলরাউন্ডার হিসাবে, বিশেষত হালে তিনি যা পারফর্ম করেছেন, সেই সুবাদে অক্ষর পটেলই দলে সুযোগ পাওয়ার প্রথম দাবিদার।


দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ


রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, অক্ষর পটেল, হর্ষল পটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, অর্শদীপ সিংহ


আরও পড়ুন: হার্দিককে পিছনে ফেলে ধোনি, কোহলিদের বিশেষ তালিকায় সামিল হওয়ার হাতছানি সূর্যকুমারের সামনে