জোহানেসবার্গ: তাঁরা দুজনেই রানের মধ্যে নেই। এমনকী, দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলছে কোনও কোনও মহল। সেই চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) ওপরই এখন দাঁড়িয়ে রয়েছে জোহানেসবার্গ টেস্টে ভারতের ভাগ্য (Ind vs SA)। দ্বিতীয় ইনিংসে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৮৫/২। ক্রিজে রয়েছেন পূজারা ও রাহানে। পূজারা ৪২ বলে ৩৫ রানে ও রাহানে ২২ বলে ১১ রান করে ক্রিজে। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৮ রানে এগিয়ে রয়েছে ভারত। সব মিলিয়ে রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে যাচ্ছে টেস্ট।
মঙ্গলবার চাপের মুখে ভারতের রক্ষাকর্তা হয়ে উঠলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। মুম্বইয়ের পেসার বল হাতে নিলেন সাত উইকেট। তাঁর বোলিংয়ে ছারখার হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়া শিবিরের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২২৯ রানে। ভারতের চেয়ে মাত্র ২৭ রানের লিড নিতে পারল দক্ষিণ আফ্রিকা।
ওয়ান্ডারার্সে বল হাতে আগুন ছোটালেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। টেস্টে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন মুম্বইয়ের পেসার। শেষ পর্যন্ত থামলেন ৬১ রানে ৭ উইকেট নিয়ে। তাঁর দাপটেই দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ভারত। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চা পানের বিরতির কিছুটা পরে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস মাত্র ২২৯ রানে শেষ হয়ে গেল।
একটা সময় মনে করা হচ্ছিল ভারতের স্কোর ছাপিয়ে বড় ইনিংস গড়বে দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। কিন্তু দ্বিতীয় টেস্টে লড়াইয়ে ফিরল ভারত। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে পরপর তিন উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফেরান শার্দুল ঠাকুর (Shardul Thakur)। লাঞ্চের সময় প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১০২/৪।
প্রথম ইনিংসে ভারতের ২০২ রানের জবাবে সোমবার, ম্যাচের প্রথম দিন খেলা শেষ হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩৫/১। ক্রিজে ছিলেন ডিন এলগার ও কিগান পিটারসেন। মঙ্গলবার শুরুটা ভাল হয়েছিল দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে ফেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এলগার ও পিটারসেন। এলগারকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কাটা দেন মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর। যিনি টেস্ট দলে এখনও নিয়মিত নন। তাঁর বলে ২৮ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এলগার।
৪ ওভার পরে ফের প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন শার্দুল। এবার তাঁর শিকার পিটারসেন। যিনি হাফসেঞ্চুরি করে ক্রিজে জাঁকিয়ে বসেছিলেন। ১১৮ বলে ৬২ রান করে ময়ঙ্ক অগ্রবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পিটারসেন। লাঞ্চের আগে র্যাসি ফান ডার ডাসেনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে ফের জোরাল ধাক্কা দেন শার্দুল। ১৭ বলে মাত্র ১ রান করে ফেরেন ডাসেন। লাঞ্চের পর হাফসেঞ্চুরি করেন তেম্বা বাভুমা (৫১)। তাঁকেও ফেরান শার্দুল।
আরও পড়ুন: বাইশ গজে বড় ধাক্কা, করোনার জন্য স্থগিত হয়ে গেল রঞ্জি ট্রফি
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। মাত্র ৮ রান করে। ২৩ রান করে ফেরেন ময়ঙ্ক অগ্রবাল। ৪৪/২ হয়ে যাওয়ার পর দলকে টানছেন রাহানে ও পূজারা।