জোহানেসবার্গ: ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান্ডারার্স টেস্টে মাঠেই ঝামেলায় জড়ালেন কে এল রাহুল ও ডিন এলগার। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮ রান করে আউট হতে হয় এই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া রাহুলকে। কিন্তু আউটের পর প্যাভিলিয়নে ফেরার সময়ই প্রোটিয়া অধিনায়ক এলগারের সঙ্গে ঝামেলায় বাগবিতণ্ডা হয় তাঁর। ২ জনই একে অপরের দিকে লক্ষ্য করে কিছু না কিছু বলতেই থাকেন। ২১ বলে ৮ রান করে মার্কো জেনসেনের বলে আউট হন রাহুল। 


 






এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভাল জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল। প্রথম ইনিংসে ২০২ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২২৯রানে অল আউট হয়ে যায়। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাহানে, পূজারার অর্ধশতরানের ওপর ভর করে ২০০ রানের উপরে লিড নিয়ে নিয়েছেন টিম ইন্ডিয়া।


তার আগে, মঙ্গলবার চাপের মুখে ভারতের রক্ষাকর্তা হয়ে উঠলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। মুম্বইয়ের পেসার বল হাতে নিলেন সাত উইকেট। তাঁর বোলিংয়ে ছারখার হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়া শিবিরের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২২৯ রানে। ভারতের চেয়ে মাত্র ২৭ রানের লিড নিতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা।


ওয়ান্ডারার্সে বল হাতে আগুন ছোটালেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। টেস্টে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন মুম্বইয়ের পেসার। শেষ পর্যন্ত থামলেন ৬১ রানে ৭ উইকেট নিয়ে। তাঁর দাপটেই দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ভারত। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চা পানের বিরতির কিছুটা পরে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস মাত্র ২২৯ রানে শেষ হয়ে যায়।


আরও পড়ুনঃ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এগোলেন বুমরা, নয়ে নামলেন কোহলি