IND Vs SA Live: বোলারদের দৌরাত্ম্য, কেপ টাউনে প্রথম দিনে পড়ল ২৩ উইকেট, ৩৬ রানের লিড ভারতের

India Vs South Africa 2nd Test Live Updates: পেস বোলিং বিভাগেও শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ আগের ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। বল হাতেই একেবারই আশানুরুপ পারফর্ম করতে পারেননি তাঁরা।

ABP Ananda Last Updated: 03 Jan 2024 09:42 PM

প্রেক্ষাপট

প্রথম টেস্টে ইনিংসে হারের লজ্জা এখনও টাটকা। আজ থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। কেপটাউনের নিউল্যান্ডসে মাঠে নামতে চলেছে ২ দল। ১৯৯২ সাল থেকে তিনবার এই মাঠে...More

IND Vs SA 2nd Test: প্রথম দিনের খেলা শেষ

দিনের খেলা শেষ। প্রথম দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর তিন উইকেটের বিনিময়ে ৬২ রান। প্রোটিয়ারা ৩৬ রানে পিছিয়ে রয়েছে। একদিনে যুগ্মভাবে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ ২৩ উইকেট পড়ল।