IND Vs SA Live: বোলারদের দৌরাত্ম্য, কেপ টাউনে প্রথম দিনে পড়ল ২৩ উইকেট, ৩৬ রানের লিড ভারতের
India Vs South Africa 2nd Test Live Updates: পেস বোলিং বিভাগেও শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ আগের ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। বল হাতেই একেবারই আশানুরুপ পারফর্ম করতে পারেননি তাঁরা।
দিনের খেলা শেষ। প্রথম দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর তিন উইকেটের বিনিময়ে ৬২ রান। প্রোটিয়ারা ৩৬ রানে পিছিয়ে রয়েছে। একদিনে যুগ্মভাবে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ ২৩ উইকেট পড়ল।
অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই তৃতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। সাফল্য় পেলেন বুমরা। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৯/৩।
এলগারের বর্ণময় কেরিয়ার শেষ হল। মুকেশ কুমারের বলে ১২ রানে দ্বিতীয় ইনিংসে আউট হলেন তিনি। ৩৭ রানে তিনি ভারতকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন। তিনিই দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ধাক্কাও দিলেন। টনি ডি জর্জ়িকে এক রানে আউট করেন তিনি। ৪১ রানে দুই উইকেট হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা।
দেখেশুনে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। সাত ওভার শেষে প্রোটিয়াদের স্কোর বিনা উইকেটে ১৯ রান।মারক্রাম ১৩ ও এলগার ৫ রানে অপরাজিত রয়েছেন। আপাতত ৭৯ রানে পিছিয়ে প্রোটিয়ারা।
অভাবনীয় পতন। ১১ বলের মধ্যে শূন্য রানে ছয় উইকেট হারাল ভারতীয় দল। ১৫৩ রানেই অল আউট টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ভারতের ৯৮ রানের লিড।
একের পর এক ধাক্কা। এক ওভারে জোড়া সাফল্য পেলেন রাবাডা। শূন্য রানে আউট হলেন রবীন্দ্র জাডেজা।
গত ম্যাচে লড়াকু সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে এই ম্যাচে তেমনটা হল না। মুশকিল পিচে খানিকটা উইকেট ছুঁড়েই দিয়ে আসলেন রাহুল। বাইরের বলে কাট মারতে গিয়ে আট রানে আউট হলেন রাহুল। ১৫০ রানের গণ্ডি পার করেই পঞ্চম উইকেট হারাল ভারতীয় দল।
কঠিন পিচে বেশ ভাল ছন্দে বিরাট কোহলি। ব্যক্তিগত অর্ধশতরানের দোরগোড়ায় ভারতের তারকা ব্যাটার। চা বিরতির আগে পরপর দুই উইকেট হারালেও, বর্তমানে ভারতীয় দলের ইনিংসকে স্থিরতা প্রদান করেছেন রাহুল ও কোহলি। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৪৪/৪। কোহলি ৪৪ রানে অপরাজিত রয়েছেন।
চা বিরতির আগেই পরপর দুই উইকেটের পতন। বার্গারের বলে ৩৬ রানে আউট হন গিল। শ্রেয়স আইয়ার তো খাতাই খুলতে পারেননি। ১১১ রানে চা উইকেটে দ্বিতীয় সেশন শেষ করল ভারত। কোহলি ২০ রানে ব্যাট করছেন।
দুই উইকেট হারালেও বেশ ভাল গতিতেই রান তুলছে ভারত। ইনিংস টানছেন গিল ও কোহলি। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১০১/২। গিল আপাতত ৩২ ও কোহলি ১৬ রানে ব্যাট করছেন।
ফের একবার অতিরিক্ত বাউন্সই কাল হল। নান্দ্রে বার্গারের বলে অতিরিক্ত বাউন্সের সঙ্গে তাল মেলাতে না পেরে ৩৯ রানে আউট হলেন রোহিত শর্মা। লাফিয়ে দুরন্ত ক্যাচ ধরলেন মার্কো জানসেন। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৮০/২।
১০ ওভারেই দক্ষিণ আফ্রিকার রান পার করে ফেলল ভারতীয় দল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে দুরন্ত ছন্দে দেখাচ্ছে। তিনি ৩৭ বলে ৩৮ রানে ব্যাট করছেন। গিলের সংগ্রহ ছয় রান। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৫৮/১। তিন রানে এগিয়ে ভারত।
পিচের অতিরিক্ত বাউন্স সামলাতে ব্যর্থ যশস্বী জয়সওয়াল। কাগিসো রাবাডার বলে খাতার খোলার আগেই সাজঘরে ফিরতে হল তাঁকে। তবে রোহিতকে বেশ ছন্দে দেখাচ্ছে। ১১ বলে ১৪ রানে ব্যাট করছেন তিনি। শুভমন গিলের সংগ্রহ চার রান। চার ওভার শেষে ভারতের স্কোর ২৬/১।
মাত্র ৫৫ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা। কফিনে শেষ পেরেক পুঁতলেন মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকার নবম উইকেটের পতন। নান্দ্রে বার্গার ৪ রান করে আউট হয়ে গেলেন বুমরার বলে।
প্রথম ওভার করতে এসেই উইকেট তুলে নিলেন মুকেশ কুমার। কেশব মহারাজকে ফেরালেন তিনি। মেডেন ওভারও দিলেন।
৪৫ রানের মধ্যে ৭ উইকেট খুঁইয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। ভেরেইনে ১৫ রান করে ফিরলেন সিরাজের বলে আউট হয়ে।
সিরাজের পাঁচ শিকার। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরলেন মার্কো ইয়েনসেন।
মাত্র ৩৪ রান বোর্ডে তুলতেই পাঁচ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। সিরাজ তাঁর চতুর্থ শিকার করলেন। ১২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ডেভিড বেডিংহাম।
মাত্র ১৫ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। এবার সিরাজ তুলে নিলেন ডি জর্জিকে। কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বাঁহাতি ব্যাটার।
বড় ধাক্কা প্রোটিয়া শিবিরের। সিরাজের দ্বিতীয় শিকার ডিন এলগার। পয়েন্টের ওপর দিয়ে শট মারতে গিয়ে প্লে ডাউন হয়ে গেলেন প্রোটিয়া অধিনায়ক।
প্রোটিয়া একাদশে সুযোগ পেলেন লুঙ্গি এনগিডি। কোয়েৎজে চোটের জন্য ছিটকে যাওয়ায় তাঁর বদলে দলে ঢুকে পড়লেন তারকা ডানহাতি প্রোটিয়া পেসার।
দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটের পতন। মাত্র ২ রান করে মহম্মদ সিরাজের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন এইডেন মারক্রাম।
শার্দুল ঠাকুরের বদলে ভারতীয় একাদশে ঢুকে পড়লেন মুকেশ কুমার। রবিচন্দ্রন অশ্বিনের বদলে দলে ঢুকলেন জাডেজা।
টস জিতলেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। প্রথমে ফিল্ডিং করতে নামবে ভারতীয় দল।
প্রেক্ষাপট
প্রথম টেস্টে ইনিংসে হারের লজ্জা এখনও টাটকা। আজ থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। কেপটাউনের নিউল্যান্ডসে মাঠে নামতে চলেছে ২ দল। ১৯৯২ সাল থেকে তিনবার এই মাঠে খেলতে নেমেছে ভারতীয় দল। কিন্তু তিনবারই খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের। এবারেও পাহাড়প্রমাণ চাপ মাথায় নিয়েই আজ থেকে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এবারও সিরিজ বাঁচানোর লড়াই। তার মধ্যে টিম কম্বিনেশন কেমন হবে দ্বিতীয় টেস্টে ভারতের, তা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে রাহুল দ্রাবিড় অ্যান্ড কোংকে।
রবীন্দ্র জাডেজা ফিট হয়ে উঠেছেন। ফলত খুব স্বাভাবিকভাবেই হয়ত রবিচন্দ্রন অশ্বিনকে রিজার্ভ বেঞ্চে বসতে হবে। একই সঙ্গে পেস বোলিং বিভাগেও শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ আগের ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। বল হাতেই একেবারই আশানুরুপ পারফর্ম করতে পারেননি তাঁরা। এই পরিস্থিতিতে যে কোনও একজনকে বসতে হতে পারে। শার্দুল আগের ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ যোগদান দিয়েছিলেন প্রথম ইনিংসে। তাই প্রসিদ্ধকেই হয়ত রিজার্ভে বসতে হতে পারে। আর দলে ঢুকতে পারেন মুকেশ কুমার অথবা আবেশ খানের মধ্যে একজন। তবে শার্দুলের চোটও রয়েছে। এই পরিস্থিতিতে মুকেশ ও আবেশ দুজনকেই খেলানো হতে পারে। সেক্ষেত্রে মাত্র ৭ ব্যাটার নিয়ে মাঠে নামবে রোহিত ব্রিগেড। শুভমন গিলকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর টেস্টে পারফরম্যান্স একেবারেই আশানুরুপ নয় গত কয়েকটি সিরিজে। তাই তাঁকে বসিয়ে দেওয়ার দাবিও তোলা হচ্ছে। তবে কেপটাউন টেস্টে হয়ত আরও একটি সুযোগ পাবেন ডানহাতি তরুণ।
দক্ষিণ আফ্রিকা অন্যদিকে কোয়েৎজেকে পাবে না দ্বিতীয় টেস্টে। তবে তাঁর বদলে দলে ঢুকে পড়বেন লুঙ্গি এনগিডি। বলাই বাহুল্য এতে আরও শক্তিশালী হতে চলেছে প্রোটিয়া পেস বোলিং বিভাগ। অন্যদিকে তেম্বা বাভুমাকে পাওয়া যাবে না এই ম্যাচেও। কেরিয়ারের শেষ টেস্টে তাই নিজেই অধিনায়কত্ব করবেন ডিন এলগার। আগের ম্যাচের নায়ক তিনি। এই ম্যাচটিও স্মরণীয় করে রাখতে মরিয়া থাকবেন এই প্রোটিয়া তারকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -