IND Vs SA Live Score: বুমরা, সিরাজের বিক্রমে কেপ টাউনে ৭ উইকেটে দাপুটে জয়, ১-১ সিরিজ় ড্র করল ভারত

India Vs South Africa 2nd Test Live Updates: মাত্র ৫৫ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এটাই টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রানের ইনিংস।

ABP Ananda Last Updated: 04 Jan 2024 05:07 PM

প্রেক্ষাপট

কেপ টাউন: তেম্বা বাভুমা (Temba Bavuma) চোটের জন্য ছিটকে যাওয়ায় তাঁর কাঁধে উঠেছে নেতৃত্বের গুরুদায়িত্ব। কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নেমে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার...More

IND Vs SA Live: সিরিজ় ড্র

জানসেনের বলে চার মেরে ভারতের হয়ে জয় সুনিশ্চিত করলেন শ্রেয়স আইয়ার। তিনি চার রানে অপরাজিত রইলেন। ১৭ রান করে শেষ অবধি ক্রিজ়ে টিকে রইলেন অধিনায়ক রোহিত শর্মাও। সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজ় ১-১ ড্র করল ভারতীয় দল।