জোহানেসবার্গ: ভারত-দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ টেস্টের আগে ভারতীয় শিবিরে ধাক্কা। পিঠের ব্যথায় কাবু তিনি। তাঁর বদলে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। ম্যাচে ভারতের সহ অধিনায়ক জশপ্রীত বুমরা। এদিকে টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিরাটের বদলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন হনুমা বিহারী। 


গতকাল নেটে অনুশীলনে করেছিলেন। এদিন সকাল পর্যন্তও কোনো আভাস পাওয়া যায়নি। এদিন হঠাৎ দেখা যায় যে ডিন এলগারের সঙ্গে টস করতে যাচ্ছেন সহ অধিনায়ক কে এল রাহুল। টসের পর রাহুলের কাছে এই নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ''বিরাট পিঠের ব্যথায় কাবু। ও এই ম্যাচ খেলছে না।'' গতকালই নিজের ট্যুইটারে অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করলেন বিরাট কোহলি (virat kohli)। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ''নতুন বছর, একই লক্ষ্য''। চারটে ছবি পোস্ট করেছেন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক। ওয়ান্ডারার্সে নামার আগে কড়া অনুশীলনে ব্যস্ত দেখা গিয়েছিল বিরাটকে। কিন্তু এদিন ২২ গজে নামতেই পারলেন না তিনি। দীর্ঘদিন ধরেই পিঠের চোট ভোগাচ্ছে বিরাটকে। 


টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন দু'বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে নৈশালোকের ম্যাচে। ২০২১ সালটা ভাল যায়নি ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli)। এমনকী, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টেও রান পাননি।


জোহানেসবার্গে জয় পেলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। এমনকী সিরিজও জিতে নেবে তারা। কিন্তু ওয়ান্ডার্সে বিরাট শিবিরের কাছে প্রধান বাধা হতে পারে বৃষ্টি।  কারণ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের আবহাওয়া রিপোর্ট তেমনই জানান দিচ্ছে। ম্যাচে তাল কাটতে পারে বৃষ্টি। সোমবার বিকেলের দিকে ঝেড়াে হাওয়া বইতে পারে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। শুধু প্রথম দিন নয়, ম্যাচের দ্বিতীয় ও চতুর্থ দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের মহম্মদ হাফিজ