রঞ্জিত হালদার, আবীর দত্ত, কলকাতা : করোনার দাপট জেলাতেও। তারপরেও ফেরেনি হুঁশ। সকাল থেকে গড়িয়া এলাকায় নরেন্দ্রপুর থানার পুলিশের অভিযান। প্রশাসনের তরফে বারবার সচেতন করা হলেও, গড়িয়া স্টেশন বাজার সংলগ্ন এলাকায় বিধিভঙ্গের ছবি। বিনা মাস্কেই চলছে ঘোরাফেরা। কোভিড বিধিভঙ্গের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। 

একই ছবি জেলায় জেলায় । সকালে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে চলছে পুলিশি অভিযান। কোভিড বিধি অমান্য করে দোকান খোলা রাখায় ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ। বন্ধ করে দেওয়া হয় সোনাঝুরি হাট। ব্যবসায়ীদের দাবি, আগে থেকে নোটিস দিয়ে হাট বন্ধের কথা জানানো হয়নি। অন্যদিকে, শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা ও পিকনিক স্পটগুলিতে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ।

পাশাপাশি, কীর্ণাহারেও পুলিশের অভিযান। মাস্ক না পরায় কীর্ণাহার বাজার থেকে ২০ জনকে আটক করা হয়। মাস্ক পরে বেরোনোর জন্য পুলিশের তরফে চলে মাইকে প্রচার। 

আরও পড়ুন :


করোনা আবহে এ কী ছবি ! টিটাগড়ে পোস্ট অফিসের সামনে বেদম ভিড়, ঠেলায় ড্রেনে পড়লেন ব্যক্তি




বিধিভঙ্গের ছবি মেট্রোরেল ও রেল পরিষেবার ক্ষেত্রেও। করোনা আবহে আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে হবে লোকাল ট্রেন। মেট্রো চলাচলেও জারি একই বিধিনিষেধ। যদিও কলকাতা থেকে জেলা সর্বত্র বিধিভঙ্গের ছবি। সপ্তাহের প্রথম কাজের দিনে অফিস টাইমে মেট্রোয় ভিড়। মানা হচ্ছে না দূরত্ব বিধি। মানা হচ্ছে না ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার বিধিনিষেধ। অন্যদিকে, নিউ ব্যারাকপুর স্টেশনে বনগাঁ শাখার এই স্টেশনে প্রতিটি লোকালেই থিকথিকে ভিড়। কামরায় উধাও দূরত্ব বিধি। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার বিধিনিষেধ যে মানা হচ্ছে না, তা স্পষ্ট। 

খড়গপুর স্টেশনে মাস্ক ছাড়াই ডিউটিতে রেল পুলিশ। পাশাপাশি, লোকাল ট্রেনেও বিধিভঙ্গের ছবি। কামরায় ভিড়। উধাও দূরত্ব বিধি। এরই মধ্যে মাস্ক ছাড়া ট্রেনে উঠেছেন কোনও কোনও যাত্রী। দেখা মেলেনি আরপিএফ, জিআরপি-র। 

সোম থেকে রবি, মাত্র সাতদিনেই ৪৩৯ থেকে বেড়ে রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজারের বেশি! শুধু কলকাতাতেই সংক্রামিতের সংখ্যা বেড়েছে ১৬ গুণ! উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত প্রায় হাজার! গত ২৪ ঘণ্টায় ৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে রাজ্যে।