নিউল্যান্ডস: টেস্ট সিরিজের মতো ওয়ান ডে সিরিজও পকেটে পুরে নিয়েছে দক্ষিণ আফ্রিকা (south africa) দল। এই সফরে এসে একমাত্র প্রথম টেস্ট জয় ছাড়া এখনও পর্যন্ত কোনাে ম্যাচই জিততে পারেনি টিম ইন্ডিয়া (team india)। পার্লে হওয়া প্রথম ২ টো ওয়ান ডে জিতে ৩ ম্যাচের সিরিজ এখন প্রোটিয়া বাহিনীর ঝুলিতে। আজ শেষ ও নিয়মরক্ষার লড়াইয়ে নামবে ২ দল। ভারতীয় দলের সামনে হোয়াইটওয়াশ বাঁচানোর লক্ষ্য তো অন্য়দিকে দক্ষিণ আফ্রিকার সামনে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। আজকের নিয়মরক্ষার শেষ ওয়ান ডে কখন, কোথায় দেখবেন?


আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান ডে ম্যাচ কোথায় খেলা হবে?


আজ ২৩ জানুয়ারি, কেপটাউনের নিউল্যান্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচটি খেলা হবে


কখন থেকে শুরু খেলা?


ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুটো থেকে। টস হবে দুপুর দেড়টায়।


কোন চ্যানেলে সম্প্রচারিত হবে আজকের ম্যাচ?


টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে।


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।


এদিকে, সিরিজ জিতলেও ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে-তে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়তে হল গোটা দক্ষিণ আফ্রিকা দলকে। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।


২১ জানুয়ারি পার্লে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সিরিজ জয়ের এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। আর সেই কারণেই জরিমানার কবলে পড়তে হল তেম্বা বাভুমার ছেলেদের। নির্ধারিত সময়ে ৫০ ওভারের কোটা শেষ করতে না পারায় পুরো দলকে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে আইসিসির তরফে। নির্ধারিত সময়ের বাইরে সময় নিয়ে একটি ওভার শেষ করে প্রোটিয়া বাহিনী। ফলে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।