IND VS SA 3rd ODI LIVE Score: সাত উইকেটে সহজেই তৃতীয় ওয়ান ডে জিতল ভারত
IND vs SA, 1st ODI, Arun Jaitley Stadium: প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হলেও, গত ম্যাচে দুরন্ত ভঙ্গিমায় সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে ভারত।
ছক্কা মেরে ম্যাচ শেষ করলেন শ্রেয়স আইয়ার ১৭৯ বল হাতে রেখে সাত উইকেটে ম্যাচ জিতল ভারত।
ভারতকে জয়ের দোরগোড়ায় এনে দিলেও, শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন না শুভমন গিল। ৪৯ রানেই সাজঘরে ফিরলেন তিনি। বর্তমানে ভারতের স্কোর ৯৭/৩।
শিখর ধবনের উইকেট হারিয়ে ৫০ রানের গণ্ডি পার করল ভারত। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৫৩/১।
ব্যাট হাতে ভারতের দুই ওপেনার শুরুটা ভালই করেছেন। ৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৩৫ রান। শুভমন গিল ২৪ ও শিখর ধবন আট রানে ব্যাট করছেন
শতরানের গণ্ডিও পার করতে পারল না দক্ষিণ আফ্রিকা। ২৭.১ ওভারে ৯৯ রানেই অল আউট প্রোটিয়া বাহিনী। বল হাতে চার উইকেট নিলেন কুলদীপ যাদব।
২৫ ওভার শেষে বিশাল চাপে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দলের বর্তমান স্কোর ৯৪/৭। এই ওভারেই ক্লাসেনকে ৩৪ রানে আউট করে দ্বিতীয় সাফল্য পেলেন শাহবাজ।
এইডেন মারক্রামকে আউট করলেন বাংলার শাহবাজ আহমেদ। ৫০ রানের আগেই চার উইকেট হারিয়ে বিশাল চাপে দক্ষিণ আফ্রিকা দল। ১৬ ওভার শেষে প্রোটিয়া দলের স্কোর ৪৪/৪।
দশম ওভারের শেষ বলে রিজা হেন্ডরিক্সকে ফেরত পাঠালেন মহম্মদ সিরাজ। ১০ ওভার শেষে প্রোটিয়া দলের স্কোর ২৬/৩।
ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন ওয়াশিংটন সুন্দর। ৬ রানে ফিরলেন কুইন্টন ডি কক। তিন ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭/১।
প্রথম ওভার শেষে বিনা উইকেটে দক্ষিণ আফ্রিকার স্কোর দুই রান।
নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পরে তৃতীয় ওয়ান ডে শুরু হলেও, কোনও ওভার কমানো হচ্ছে না। ৫০ ওভারেই তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলা হবে।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক শিখর ধবন। দক্ষিণ আফ্রিকার হয়ে আজ দলকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড মিলার।
ভিজে মাঠের জন্য নির্ধারিত সময়ে তৃতীয় ওয়ান ডে শুরু হচ্ছে না। পিছিয়ে গেল টসও। ১.৩০টা নাগাদ মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। তারপরেই হবে টস। এখন অবশ্য মাঠে কড়া রোদ দেখা যাচ্ছে। তাই খেলা শুরু হতে খুব বিলম্ব হওয়ার কথা নয়।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হলেও, গত ম্যাচে দুরন্ত ভঙ্গিমায় সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছে ভারত। আজ অরুণ জেটলি স্টেডিয়ামে তাই সিরিজের তৃতীয় (IND vs SA 3rd ODI) নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও প্রোটিয়া দল।
সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের দুরন্ত ব্যাটিং করেছিলেন শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসন উভয়েই অর্ধশতরান করেছিলেন। ৪০ ওভারের ম্যাচে ২৫০ রান তাড়া করতে নেমে মাত্র নয় রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসন নিজের কেরিয়ার সেরা ওয়ান ডে ইনিংস খেললেও, দলকে জেতাতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত জয় পায় ভারত। সৌজন্যে ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ। ২৭৯ রান তাড়া করতে নেমে ঈশান কিষাণ (৯৩) শতরান হাতছাড়া করলেও, শ্রেয়স আইয়ার নিজের দ্বিতীয় ওয়ান ডে শতরান করেন। শেষ পর্যন্ত টিকে থেকে ১১৩ রানের ইনিংস খেলেন শ্রেয়স। বল হাতে তিন উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। ওই ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক ঘটান বাংলার শাহবাজ আহমেদও। তিনি একটি উইকেট নেন।
দুই ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। তাই আজ তৃতীয় ম্যাচেও তেমনই হওয়ার সম্ভাবনা প্রবল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ বরাবরই শুরুতে একটু মন্থর থাকে। এই ম্যাচেও তেমনটাই হওয়ার সম্ভাবনা প্রবল। তবে স্বাভাবিকভাবেই ম্যাচ যত এগোবে পিচে ব্যাটিং তত সহজতর হবে। শিশির পড়লে রাতে বল ভালভাবে ব্যাট আসবে। তাই টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -