ইনদওর: সিরিজ জয় সম্পন্ন। প্রথম দুই ম্যাচই জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। মঙ্গলবার ইনদওরে ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA 3rd T20) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে দলের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। 


ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ কবে?


আজ, ৪ অক্টোবর, মঙ্গলবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে।


কোথায় হবে খেলা?









কখন শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি?


ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭ টা নাগাদই ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৬.৩০টা নাগাদ।


কোথায় দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটি?


স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?


অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত-দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটি দেখতে পারবেন।


বিশ্রামে রাহুল-কোহলি


সিরিজ জয় সম্পন্ন হয়ে যাওয়ায় এই ম্যাচে বিরাট কোহলি ও কে এল রাহুলকে বিশ্রাম দিচ্ছে ভারতীয় দল। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ অক্টোবর রওনা হচ্ছে ভারতীয় দল। তার আগে কোহলি ও রাহুলকে তরতাজা রাখার জন্যই শেষ টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে। যার অর্থ, ঋষভ পন্থ বা শ্রেয়স আইয়ার খেলার সুযোগ পেতে পারেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদেরও (Shahbaz Ahmed)। 


দক্ষিণ আফ্রিকা শিবির সবচেয়ে বেশি অস্বস্তিতে থাকবে অধিনায়ক তেম্বা বাভুমার ফর্ম নিয়ে। সিরিজের প্রথম ম্যাচে ৪ বলে শূন্য করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৭ বলে শূন্য করেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রোটিয়া শিবির যা নিয়ে উদ্বেগে থাকবে। প্রসঙ্গত, জল্পনা মতোই চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা। গতকালই বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে বুমরার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। তবে তাঁর পরিবর্ত হিসাবে কারুর নাম এখনও জানানো হয়নি। 


আরও পড়ুন: নাক থেকে ঝড়ছে রক্ত, তাও দায়িত্ব পালনে অনড় অধিনায়ক রোহিত