IND vs SA, 3rd T20 Live: ৪৮ রানে জিতে টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখলেন পন্থরা

IND vs SA, 3rd T20, ACA-VDCA Stadium: মরণ-বাঁচন ম্যাচে ভারতের চিন্তা থাকবে অধিনায়ক ঋষভ পন্থের ফর্ম। কে এল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন পন্থ।

abp ananda Last Updated: 14 Jun 2022 10:32 PM

প্রেক্ষাপট

বিশাখাপত্তনম: আইপিএলে (IPL) তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। দুরন্ত গতি। ব্যাটারদের মনে আতঙ্ক তৈরি করেছিলেন। সেই উমরন মালিক (Umran Malik) কি মঙ্গলবার ভারতীয় দলের (Team India) জার্সিতে আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন?প্রথম দুই ম্যাচে...More

IND vs SA, T20 Live: ৪৮ রানে জয়ী ভারত

১৯.১ ওভারে ১৩১ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে জয়ী ভারত। হর্ষল পটেলের ৪ উইকেট। ৩ উইকেট যুজবেন্দ্র চাহালের।