IND vs SA, 3rd T20 Live: ৪৮ রানে জিতে টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখলেন পন্থরা

IND vs SA, 3rd T20, ACA-VDCA Stadium: মরণ-বাঁচন ম্যাচে ভারতের চিন্তা থাকবে অধিনায়ক ঋষভ পন্থের ফর্ম। কে এল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন পন্থ।

abp ananda Last Updated: 14 Jun 2022 10:32 PM
IND vs SA, T20 Live: ৪৮ রানে জয়ী ভারত

১৯.১ ওভারে ১৩১ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা। ৪৮ রানে জয়ী ভারত। হর্ষল পটেলের ৪ উইকেট। ৩ উইকেট যুজবেন্দ্র চাহালের।

IND vs SA, T20 Live: ১৮ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৬/৭

১৮ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১২৬/৭। কার্যত জয়ের সামনে ভারতীয় দল।

IND vs SA, T20 Live: ম্যাচ জিততে আর ৪২ বলে ৯৪ রান চাই প্রোটিয়াদের

১৩ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৬/৫। ম্যাচ জিততে আর ৪২ বলে ৯৪ রান চাই প্রোটিয়াদের।

IND vs SA, T20 Live: ৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৩৮/২

তেম্বা বাভুমাকে ফেরালেন অক্ষর পটেল। রিজা হেনড্রিকসকে (২৩) ফেরালেন হর্ষল পটেল। ৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা ৩৮/২।

IND vs SA, T20 Live: দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ২

রান তাড়া করতে নেমে ১ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ২।

IND vs SA, T20 Live: ভারত তুলল ১৭৯/৫

ফের ব্যাট হাতে ব্যর্থ পন্থ। ৬ রান করে ফিরলেন। ৬ রানে আউট দীনেশ কার্তিকও। ২১ বলে ৩১ রানে অপরাজিত রইলেন হার্দিক পাণ্ড্য। ভারত তুলল ১৭৯/৫।

IND vs SA, T20 Live: ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ১৩৮/৩

৩৫ বলে ৫৪ রান করে ফিরলেন ঈশান কিষাণ। ১১ বলে ১৪ রান করে ফিরলেন শ্রেয়স আইয়ার। ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ১৩৮/৩।

IND vs SA, T20 Live: ১০ ওভারের শেষে ভারতের স্কোর ৯৭/১

১০ ওভারের শেষে ভারতের স্কোর ৯৭/১। ৩৫ বলে ৫৭ রান করে আউট হলেন রুতুরাজ গায়কোয়াড়।

IND vs SA, T20 Live: এক ওভারের শেষে ভারতের রান ৪

এক ওভারের শেষে ভারতের রান ৪। ক্রিজে রুতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণ।

IND vs SA, T20 Live: দল অপরিবর্তিত রাখল ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় তথা মরণ-বাঁচন টি-টোয়েন্টি ম্যাচে দল অপরিবর্তিত রাখল ভারত।

প্রেক্ষাপট

বিশাখাপত্তনম: আইপিএলে (IPL) তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। দুরন্ত গতি। ব্যাটারদের মনে আতঙ্ক তৈরি করেছিলেন। সেই উমরন মালিক (Umran Malik) কি মঙ্গলবার ভারতীয় দলের (Team India) জার্সিতে আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন?


প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রুখতে ব্যর্থ ভারতের বোলাররা। মঙ্গলবার উমরন মালিক ও অর্শদীপ সিংহের মধ্যে কোনও একজনকে খেলানো হতে পারে। শেষ পর্যন্ত ভারতের জার্সিতে উমরনের অভিষেক হয় কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।


সিরিজ শুরুর আগে হইচই চলছিল যে, টানা ১২ ম্য়াচ জেতা টিম ইন্ডিয়া আর একটি ম্যাচ জিতলেই টি-টোয়েন্টি ক্রিকেটে তৈরি হবে বিশ্বরেকর্ড। কারণ, আগে কোনও দল টি-টোয়েন্টির মঞ্চে টানা ১৩ ম্যাচ জেতেনি।


কিন্তু সিরিজের মাঝপথে এসে ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। পরপর দু ম্যাচ হেরে ঘরের মাঠে সিরিজ খুইয়ে বসার মুখে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে গিয়েছে টিম ইন্ডিয়া এবং আজ, মঙ্গলবার বিশাখাপত্তনমে তৃতীয় ম্যাচে হারা মানেই সিরিজ দক্ষিণ আফ্রিকার হয়ে যাবে। সেক্ষেত্রে শেষ দুই ম্যাচ হয়ে দাঁড়াবে নিয়মরক্ষার।


মরণ-বাঁচন ম্যাচে ভারতের চিন্তা থাকবে অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) ফর্ম। কে এল রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন পন্থ। তবে আইপিএলে এবার পন্থের অভিজ্ঞতা সুখকর হয়নি। তাঁর নেতৃত্বে প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে হাফসেঞ্চুরি করেছিলেন। তারপর থেকে পন্থের ব্য়াটেও রানের খরা। মঙ্গলবার অগ্নিপরীক্ষা দিতে হবে তাঁকে।


ভারতের টিম কম্বিনেশন নিয়েও চিন্তাভাবনা চলছে। শ্রেয়স আইয়ারকে বসিয়ে দীপক হুডাকে খেলানোর দাবি উঠছে কোনও কোনও মহল থেকে। বলা হচ্ছে, হুডা খেলা মানে বড় শটের পাশাপাশি বল হাতে অফস্পিনটাও করে দিতে পারবেন।


দক্ষিণ আফ্রিকা শিবির অনেক বেশি আত্মবিশ্বাসী। কুইন্টন ডি'কক আগের ম্যাচে খেলতে পারেননি। তাঁর কব্জির চোট সেরেছে কি না, প্রোটিয়া শিবির থেকে এখনও কিছু বলা হয়নি। তবে তাঁর পরিবর্তে নেমে আগের ম্যাচের নায়ক হয়ে গিয়েছিলেন হেনরিক ক্লাসেন। এই ম্যাচে কুইন্টন খেলতে না পারলেও তাই প্রোটিয়া শিবিরে খুব একটা উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.