IND vs SA Live: সূর্যর সেঞ্চুরি, কুলদীপের ৫ উইকেট, ১০৬ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজ ড্র করল ভারত

India Vs South Africa 3rd T20 Live Updates: টি-টোয়েন্টি সিরিজে ০-১ পিছিয়ে ছিল ভারত। শেষ ম্য়াচ জিতে ১-১ করল।

ABP Ananda Last Updated: 14 Dec 2023 11:49 PM
IND Vs SA Live Score: ১০৬ রানে ম্যাচ জিতল ভারত

৭ বলের ব্যবধানে ৪ উইকেট কুলদীপ যাদবের। সব মিলিয়ে ১৭ রানে নিলেন ৫ উইকেট। ১৩.৫ ওভারে মাত্র ৯৫ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ১০৬ রানে ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে অমীমাংসিত রইল।

IND Vs SA Live Score: ১২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৯/৭

ভারতীয় স্পিনারদের দাপট। ফেলুকাওকে ফেরালেন জাডেজা। কুলদীপ যাদবের শিকার কেশব মহারাজ। ১২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮৯/৭।

IND Vs SA 3rd T20: ১০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭৫/৫

১৪ বলে ২৫ রান করে জাডেজার বলে ফিরলেন মারক্রাম। ডোনোভান ফেরেরাকে বোল্ড করে দিলেন কুলদীপ। ১০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭৫/৫।

IND Vs SA Live: ৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪২/৩

হেনরিখ ক্লাসেনকে (৫) ফেরালেন অর্শদীপ সিংহ। ৬ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪২/৩।

IND Vs SA 3rd T20: ৪ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩১/২

মুকেশ কুমারের বলে বোল্ড ব্রিৎজকে (৪)। ৮ রান করে রান আউট রিজা হেনড্রিকস। ৪ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩১/২।

IND Vs SA 3rd T20: ৫৫ বলে সেঞ্চুরি সূর্যকুমারের

৫৫ বলে সেঞ্চুরি সূর্যকুমারের। ৫৬ বলে ১০০ রান করে ফিরলেন স্কাই। ২০ ওভারে ভারত তুলল ২০১/৭।

IND Vs SA Live Score: ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৮৬/৩

৪১ বলে ৬০ রান করে ফিরলেন যশস্বী। ৯৭ রানে ক্রিজে সূর্যকুমার। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১৮৬/৩।

IND Vs SA 3rd T20: হাফসেঞ্চুরি স্কাইয়ের

ফেলুকাওকে এক ওভারে ছক্কা মারার হ্যাটট্রিক সূর্যকুমারের। হাফসেঞ্চুরি স্কাইয়ের। ৩২ বলে। ১৩ ওভারের শেষে ভারতের স্কোর ১৩১/২।

IND Vs SA 3rd T20: ৩৪ বলে হাফসেঞ্চুরি যশস্বীর

৩৪ বলে হাফসেঞ্চুরি যশস্বীর। ১২ ওভারের শেষে ভারতের স্কোর ১০৮/২।

IND Vs SA Live: ৯ ওভারের শেষে ভারতের স্কোর ৮৩/২

যশস্বীর আগ্রাসী ব্যাটিং। ২৬ বলে ৪৪ রানে ক্রিজে। সঙ্গত করছেন সূর্যকুমার। ৯ ওভারের শেষে ভারতের স্কোর ৮৩/২।

IND Vs SA Live: ৬ ওভারে ভারতের স্কোর ৬২/২

৬ ওভার শেষে পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৬২ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। 

IND vs SA Live: ৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩০/২

তৃতীয় ওভারে পরপর দু'বলে শুভমন গিল ও তিলক বর্মাকে ফেরালেন কেশব মহারাজ। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩০/২।

IND Vs SA Live: বার্গারকে তিনটি বাউন্ডারি মারলেন শুভমন

প্রথম ওভারে নান্দ্রে বার্গারকে তিনটি বাউন্ডারি মারলেন শুভমন গিল। ১ ওভারের শেষে ভারতের স্কোর ১৪/০।

IND Vs SA Live: কারা রয়েছেন ভারতের একাদশে?

ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ় ও মুকেশ কুমার।


IND Vs SA Live Score: প্রথম ব্যাটিং করবে ভারত

ওয়ান্ডারার্সে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম।

প্রেক্ষাপট

জোহানেসবার্গ: আগামী বছর আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে হাতে পরে থাকা গুটিকয়েক টি-টোয়েন্টি ম্যাচে সব নকশা দেখে নিতে চাইছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দুই দলই। যদিও দুই দেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলেও, ভারতীয় ইনিংস ১৯.৩ ওভার ও প্রোটিয়া ইনিংস ১৩.৫ ওভারের বেশি দেখা সম্ভব হয়নি। ফের বাদ সেধেছিল বৃষ্টি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জোহানেসবার্গে সিরিজের ফয়সালা। ভারত জিতলে অমীমাংসিতভাবে শেষ হবে সিরিজ। দক্ষিণ আফ্রিকা জিতলে সিরিজ ২-০ ব্যবধানে ঝুলিতে ভরবেন এইডেন মারক্রামরা।


দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ছন্দে ছিলেন সূর্যকুমার যাদব। উইকেটকিপারের মাথার ওপর দিয়ে তাঁর শট টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বিনোদন। সঙ্গে রিঙ্কু সিংহ। যিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফসেঞ্চুরি করেছেন মঙ্গলবারই। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের ফিনিশার হিসাবে তাঁকে ভাবা হচ্ছে।


অন্যদিকে রয়েছেন রিজা হেনড্রিকস। টি-টোয়েন্টি বিশ্বকাপেও যাঁকে ওপেনার হিসাবে খেলানো হবে ধরে নিয়েই এগোচ্ছে প্রোটিয়া শিবির। দক্ষিণ আফ্রিকা শিবিরকে ভরসা দিচ্ছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে তাবারেজ শামসির ফর্ম। মঙ্গলবার তাঁকে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। 


চলতি সিরিজে একটিও ম্যাচ পুরো ওভার খেলা হয়নি। তৃতীয় ম্যাচে সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ান্ডারার্সে পুরো ৪০ ওভার খেলা হবে, আশায় ক্রিকেটপ্রেমীরা। যদিও এই সিরিজে দুই দলই পূর্ণ শক্তি নিয়ে নামেনি। এমনকী, শেষ ম্যাচে মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজেকে খেলাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজের আগে তাঁদের প্রস্তুতির সুযোগ করে দিতে চায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। যে কারণে তাঁদের দক্ষিণ আফ্রিকার একটি ঘরোয়া চারদিনের ম্যাচ খেলতে পাঠানো হচ্ছে।


ব্যক্তিগত কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি দীপক চাহার। তাঁকে বাদ দিয়েই শেষ ম্য়াচেও নামতে হবে টিম ইন্ডিয়াকে। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের ফর্ম ভাবাতে পারে ভারতীয় দলকে। পেসাররা চাপের মুখে রান খরচ করছেন। একমাত্ত মহম্মদ সিরাজ ছাড়া পেসারদের আর কেউই নজর কাড়তে পারছেন না। অর্শদীপ সিংহ ও মুকেশ কুমার, দুজনই রান দিচ্ছেন।


এবেখাতে অবশ্য দুই দলেরই স্পিনাররা ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার ছুটির দিন। রাগবি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জয় উদযাপন করতে ছুটি ঘোষণা করেছে সে দেশের সরকার। সিরিজের ফয়সালা দেখতে মাঠ ভরিয়ে তুলতে পারেন দর্শকেরা। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। জয় শুধু আগের ম্যাচে। অন্যদিকে ভারত শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের তিনটিতে জিতেছে। পরাজয় দুই ম্যাচে। বৃহস্পতিবার কী হবে?


আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.